1. aoroni@nobanno.com : AORONI AKTER : AORONI AKTER
  2. aporna@gmail.com : Aporna Halder : Aporna Halder
  3. admin@hostitbd.xyz : hostitbd :
  4. admin@nobannotv.com : nobannotv.com : Nobannotv com
হাতিয়ায় বিদ্যুৎ ভবন উদ্বোধন করলেন স্থানীয় এমপি আয়েশা ফেরদাউস — Nobanno TV
রবিবার, ২৭ এপ্রিল ২০২৫, ১২:৪৬ পূর্বাহ্ন

হাতিয়ায় বিদ্যুৎ ভবন উদ্বোধন করলেন স্থানীয় এমপি আয়েশা ফেরদাউস

হানিফ সাকিব
  • আপডেট সময় : শুক্রবার, ২২ সেপ্টেম্বর, ২০২৩
  • ১১৮ বার পঠিত
হাতিয়ায় বিদ্যুৎ ভবন উদ্বোধন করলেন স্থানীয় এমপি আয়েশা ফেরদাউস

নোয়াখালী দ্বীপ উপজেলা হাতিয়ায় বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের অফিসের নতুন ভবন উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (২২সেপ্টেম্বর) সকালে উপজেলার হরেন্দ্র মার্কেট এলাকায় এই ভবন উদ্বোধন করেন সংসদ সদস্য আয়েশা ফেরদাউস।

এসময় উপস্থিত ছিলেন হাতিয়ায় শতভাগ বিদ্যুতায়ন প্রকল্পের পরিচালক প্রকৌশলী মো: ফারুক আহমেদ,

হাতিয়া বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী মশিউর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা সুরাইয়া আক্তার লাকী,

এম আলী কর্পোরেশনের স্বত্তাধিকারী আশিক আলী অমি,থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) জিসান আহাম্মেদ,

জেলা পরিষদ সদস্য মহি উদ্দিন মুহিন ও সরকারী বেসরকারী বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধানসহ শতাধিক মানুষ।

হাতিয়া বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের এই ভবন নির্মাণ করেন এম আলী কর্পোরেশন নামে একটি ঠিকাদারী প্রতিষ্ঠান।

হাতিয়ায় বিদ্যুৎ ভবন উদ্বোধন করলেন স্থানীয় এমপি আয়েশা ফেরদাউস

চারতলা বিশিষ্ট এই ভবন নির্মাণে ব্যয় হয়েছে ৫ কোটি ৫৭ লাখ টাকা।এখানে অফিসের পাশাপাশি কর্মকর্তাদের থাকার জন্য তৃতীয় ও চতুর্থ তলায় রেস্ট হাউজ তৈরি করা হয়েছে।

হাতিয়া দ্বীপকে শতভাগ বিদ্যুতায়নের লক্ষ্যে একটি প্রকল্প বাস্তবায়ন করছে সরকার । ২০২১ সালের আগস্ট থেকে শুরু হয় নতুন বিদ্যুৎ প্রকল্পের কাজ।

হাতিয়া পৌরসভার হরেন্দ্রমার্কেট এলাকায় ১৬ একর জমিতে নির্মাণ করা হয় ১৫ মেগওয়াট ক্ষমতা সম্পন্ন বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রটি।

৩৮৪ কোটি ৩৬ লাখ ১৫ হাজার টাকা ব্যয়ে নির্মিত এ প্রকল্পের নাম ‘হাতিয়া দ্বীপ, নিঝুম দ্বীপ ও কুতুবদিয়া দ্বীপ শতভাগ নির্ভরযোগ্য ও টেকসই বিদ্যুতায়ন’।

সরকারী এই অর্থে শুধু সরবারহের কাজে ব্যয় করা হয়েছে। উৎপাদনে চুক্তি করা হয়েছে দেশ এনার্জি নামে একটি প্রাইভেট কোম্পানির সাথে।

দেশ এনার্জি লিমিটেড এর উৎপাদিত এ বিদ্যুৎ সরবরাহ করছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড-পিডিবি।

ইতোমধ্যে দ্বীপের মূল ভূখন্ডের ৯টি ইউনিয়নে স্থাপন করা হয়েছে ৫১২ কিলোমিটার ৩৩/১১ ভোল্টের সঞ্চালন লাইন।

মূল ভূখন্ড থেকে দেড় কিলোমিটার সাব মেরিন ক্যাবলের মাধ্যমে নিঝুমদ্বীপেও দেয়া হয়েছে সঞ্চালন লাইন।

 

নবান্ন টিভি

সংবাদটি শেয়ার করুন

এই রকম আরো কিছু জনপ্রিয় সংবাদ

© All rights reserved © 2023 nobannotv.com
Design & Development By Hostitbd.Com