1. aoroni@nobanno.com : AORONI AKTER : AORONI AKTER
  2. aporna@gmail.com : Aporna Halder : Aporna Halder
  3. admin@hostitbd.xyz : hostitbd :
  4. admin@nobannotv.com : NobannoTV : admin Nobannotv
রাজধানীতে গণপরিবহন সংকট, ভোগান্তিতে যাত্রীরা — Nobanno TV
বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫, ০৮:৫৯ পূর্বাহ্ন

রাজধানীতে গণপরিবহন সংকট, ভোগান্তিতে যাত্রীরা

নবান্ন
  • আপডেট সময় : শনিবার, ২৮ অক্টোবর, ২০২৩
  • ২৬১ বার পঠিত
রাজধানীতে গণপরিবহন সংকট, ভোগান্তিতে যাত্রীরা

দেশের রাজনীতিতে প্রধান দুই দল আওয়ামী লীগ ও বিএনপির রাজধানীতে সমাবেশ শনিবার (২৮ অক্টোবর) অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

পাশাপাশি জামায়াতসহ সমমনা অন্যান্য বিরোধী দলগুলোও সমাবেশ করার ঘোষণা দিয়েছে।

এ সমাবেশকে কেন্দ্র করে নাশকতার আশঙ্কায় রাজধানীতে সীমিত পরিসরে চালানো হচ্ছে গণপরিবহন। এতে দুর্ভোগে পড়েছেন নগরের যাত্রীরা। ভোগান্তিতে পড়েছেন অফিসগামীরা।

শনিবার (২৮ অক্টোবর) সকালে মতিঝিল, দৈনিক বাংলা, পল্টন মোড়, শাহবাগ ও কারওয়ান বাজার এলাকায় এমন চিত্র দেখা গেছে।

ভুক্তভোগীরা জানান, রাজনীতিবিদরা ক্ষমতার লড়াই করবেন আর ভোগান্তি পোহাব আমরা। আমরা এর থেকে মুক্তি চাই।

দেশের মানুষ যেন শান্তিতে থাকেন রাজনীতিবিদদের সেদিকে লক্ষ্য রাখা উচিত।

চালকদের ভাষ্য, মূলত নাশকতার শঙ্কা থেকেই সড়কে গণপরিবহন নিয়ে বের হচ্ছেন না গাড়িগুলো।

বেশির ভাগ বাসচালক বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের ভাড়া নিয়ে আসছেন।

অল্প কিছু গণপরিবহন চললেও যাত্রী আছে ধারণ ক্ষমতার দুই থেকে তিনগুণ।

মূলত নাশকতার শঙ্কা থেকেই বাস চলাচল সীমিত।

এদিকে দুপুর দুইটায় নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশ শুরু হবে।

অন্যদিকে আওয়ামী লীগ দুপুর দুইটায় বায়তুল মোকাররমের দক্ষিণ ফটকে শান্তি ও উন্নয়ন সমাবেশ করবে।

এছাড়া, জামায়াতে ইসলামী রাজধানীর শাপলা চত্বরে মহাসমাবেশ করার ঘোষণা দিয়ে রেখেছে।

কারওয়ান বাজার এফডিসি সংলগ্ন এলডিপি কার্যালয়ের সামনে বিকেল তিনটায় সমাবেশ করবে এলডিপি,

মালিবাগ মোড়ে বিকেল তিনটায় সমাবেশ করবে এনডিএম, বিজয়নগর পানির ট্যাংক মোড়ে দুপুর দুইটায় সমাবেশ করবে ১২ দলীয় জোট।

 

আরও পড়ুন :

নবান্ন টিভি

সংবাদটি শেয়ার করুন

এই রকম আরো কিছু জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2023 nobannotv.com
Design & Development By Hostitbd.Com