1. aoroni@nobanno.com : AORONI AKTER : AORONI AKTER
  2. aporna@gmail.com : Aporna Halder : Aporna Halder
  3. admin@hostitbd.xyz : hostitbd :
  4. admin@nobannotv.com : nobannotv.com : Nobannotv com
যশোরে বিএনপির চার নেতাকর্মী গ্রেফতার — Nobanno TV
রবিবার, ২৭ এপ্রিল ২০২৫, ০৫:২৬ অপরাহ্ন

যশোরে বিএনপির চার নেতাকর্মী গ্রেফতার

nobanno
  • আপডেট সময় : রবিবার, ৫ নভেম্বর, ২০২৩
  • ১৫২ বার পঠিত

বিএনপির দ্বিতীয় দফায় অবরোধ কর্মসূচির প্রথম দিনে যশোরে জেলা বিএনপির নেতাকর্মীরা বিক্ষিপ্তভাবে মিছিল করেছে। এ সময় চার নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ ও র‍্যাব।

রোববার (৫ নভেম্বর) সকালে যশোরে কেন্দ্রীয় বাস টার্মিনালে গিয়ে দেখা যায়, যাত্রী কম থাকায় যশোর বাস টার্মিনাল থেকে কোনো রুটে নির্ধারিত সময়ে বাস ছাড়তে পারছেন না চালকরা। ফলে মহাসড়কে যান চলাচল অনেক কম। তবে সড়কে সর্তক অবস্থানে রয়েছে পুলিশ।

এ ছাড়া বিএনপি নেতাকর্মীরা বিক্ষিপ্তভাবে যশোর শহরের বিভিন্ন সড়ক, যশোর-মাগুরা মহাসড়ক, যশোর-খুলনা মহাসড়কে অবরোধ কর্মসূচির অংশ হিসেবে মিছিল করেছে।

বিএনপির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত জানান,

মিছিলের আগেই বসুন্দিয়া ইউনিয়ন যুবদলের আহবায়ক মশিয়ার রহমানসহ ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

এছাড়া গতরাতে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ঝিকরগাছা উপজেলার সাবেক চেয়ারম্যান সাবিরা নাজমুল মুন্নীকে যশোর শহরের একটি বাসা থেকে র‍্যাব তুলে নিয়ে গেছে।

র‍্যাব- ৬ যশোর ক্যাম্পের অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন বলেন,

‘শনিবার (৪ নভেম্বর) রাতে যশোর শহরের ঘোপ জেল রোড এলাকায় অভিযান চালিয়ে সাবিরা নাজমুল মুন্নীকে গ্রেফতার করা হয়েছে।

তার বিরুদ্ধে ঝিকরগাছা থানায় নাশকতার মামলা রয়েছে।’

আরও পড়ুন :

নবান্ন টিভি

সংবাদটি শেয়ার করুন

এই রকম আরো কিছু জনপ্রিয় সংবাদ

© All rights reserved © 2023 nobannotv.com
Design & Development By Hostitbd.Com