1. aoroni@nobanno.com : AORONI AKTER : AORONI AKTER
  2. admin@hostitbd.xyz : hostitbd :
  3. admin@nobannotv.com : NobannoTV : admin Nobannotv
মান্দায় জনতার হাতে এক মোটরসাইকেল চোর আটক — Nobanno TV
সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫, ০২:২৩ পূর্বাহ্ন

মান্দায় জনতার হাতে এক মোটরসাইকেল চোর আটক

রিপোর্টারের নাম
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪
  • ৮২ বার পঠিত
oplus_0

নওগাঁর মান্দা উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের সাবাই বাজারে এক মোটরসাইকেল চোরকে আটক করেছে জনতা। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সকাল সাত টায় এঘটনা ঘটে। ওই চোরের বাড়ী রাজশাহীর পুঠিয়া উপজেলার ৫নং শিল মারিয়া ইউনিয়নের মোল্লাপাড়া এলাকায়। ওই চোরের নাম ফরহাদ হোসেন, পিতার নাম মৃত আব্দুল করিম বলে জানা যায়।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল সাতটায় এই বাজারে হাটের দিন হওয়া ঐ দিন সকালে গোসাইপুর গ্রামের ও সাবাই হাটের মিষ্টি ব্যবসায়ী তপেশ কুমার তার বাজাজ সিটি ১০০সিসি মোটরসাইকেল নিয়ে বাজারে মিষ্টি পট্টির পাশে একটি স্থানে রেখে পেঁয়াজ বিক্রি করতে যায়। তার একটু পরেই চোর মোটরসাইকেল নিয়ে চটকে পড়ার সময় তপেশ এর মিষ্টির দোকানের ছেলে লালচাঁদ তাকে দেখতে পাই, এবং দৌড়ে গিয়ে তাকে ধরে ফেলে ওই মুহূর্তেই সাধারণ জনগণ এসে তাকে আটক করে ও উত্তেজিত জনতা তাকে উত্তম-মধ্যম দিতে থাকলে স্থানীয় রা উদ্ধার করে ইউপি ভবনে আটক রাখে। এসময় উত্তেজিত জনতা বলতে থাকে মাঝেমধ্যেই সাবাই বাজার থেকে মোটরসাইকেল, চার্জার ভ্যান, সাইকেল চুরির ঘটনা ঘটে । এই চোর চক্রের কঠিন শাস্তি হওয়া দরকার।

৯নং তেঁতুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোখলেছুর রহমান কামরুল জানান, স্থানীয় উৎসুক জনতার হাত থেকে গ্রাম পুলিশদের মাধ্যমে চোরকে উদ্ধার করে ইউনিয়ন পরিষদ থেকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।

মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনসুর রহমান মুঠোফোনে জানান,সাবাই বাজারে মোটরসাইকেল চোর সন্দেহে একজনকে আটক করে জনতা। ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে চোরকে আটক করে নিয়ে আসা হয়েছে। চুরির আলামত না থাকায় ও মোটরসাইকেল মালিক বাদি না হওয়ার কারণে, চুরির সন্দেহে চোরকে আটক করে চালান দেওয়া হবে।#

নবান্ন টিভি/ মোঃ ওয়াশিম রাজু

সংবাদটি শেয়ার করুন

এই রকম আরো কিছু জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2023 nobannotv.com
Design & Development By Hostitbd.Com