1. aoroni@nobanno.com : AORONI AKTER : AORONI AKTER
  2. admin@hostitbd.xyz : hostitbd :
  3. admin@nobannotv.com : NobannoTV : admin Nobannotv
বেলজিয়াম পথে বিমানে যাত্রীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন প্রধানমন্ত্রী — Nobanno TV
রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ১০:৫৮ পূর্বাহ্ন

বেলজিয়াম পথে বিমানে যাত্রীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন প্রধানমন্ত্রী

নবান্ন
  • আপডেট সময় : বুধবার, ২৫ অক্টোবর, ২০২৩
  • ২৫০ বার পঠিত
বেলজিয়াম পথে বিমানে যাত্রীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন প্রধানমন্ত্রী

ইউরোপীয় কমিশনের (ইসি) প্রেসিডেন্ট উরসুলা ভন ডের লেইনের আমন্ত্রণে বেলজিয়াম যাওয়ার পথে বিমানে যাত্রীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিমানে প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে যাত্রীরা আবেগাপ্লুত হয়ে পড়েন।

মঙ্গলবার (২৪ অক্টোবর) রাতে ব্রাসেলস আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের আগে প্রধানমন্ত্রী বিমানের যাত্রী ও ফ্লাইট ক্রুদের সঙ্গে কুশল বিনিময় করেন।

সেখানে দেখা যায়, প্রধানমন্ত্রী বিমানের প্রতিটি যাত্রীর সঙ্গে হেঁটে হেঁটে কথা বলেন। এ সময় শিশুদের সঙ্গে মজা করে কথা বলা ছাড়াও

প্রধানমন্ত্রী বয়স্কদের জড়িয়ে ধরে তাদের কুশল জানতে চান। বিমানে হঠাৎ করে নিজের সিটের পাশে সরকারপ্রধানকে দেখে বিষ্মিত হয়ে উঠেন যাত্রীরা।

 

বঙ্গবন্ধুকন্যা ফ্লাইটে ঘোরাঘুরির সময় এক বছরের শিশু ইয়াসিনকে কোলে নিয়ে আদর করেন। এবং তার সঙ্গে কিছু সময় কাটান।

একপর্যায়ে শিশুটি তার (প্রধানমন্ত্রীর) চশমা কেড়ে নেয়।

অনেক যাত্রীকে ছবি ও সেলফি তুলতে দেখা গেছে, মহিলারা প্রধানমন্ত্রীর সঙ্গে আলিঙ্গন করেন।

এভাবে বাংলাদেশ এয়ারলাইন্সের বাণিজ্যিক ফ্লাইটির (বিজি ২০৭) আইল ধরে হেঁটে গিয়ে আবার নিজ আসনের কাছে ফেরেন সরকারপ্রধান।

 

আরও পড়ুন:

নবান্ন টিভি

সংবাদটি শেয়ার করুন

এই রকম আরো কিছু জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2023 nobannotv.com
Design & Development By Hostitbd.Com