সিলেটের বিশ্বনাথে অবৈধ ভাবে আনা ৫৩ বস্তায় ২ হাজার ৬শ ৫ কেজি ভারতীয় চিনি জব্দ করেছে থানা পুলিশ।
এ সময় স্থানীয় এক চোরাকারবারিকেও গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতার চোরাকারবারিকে আজ শুক্রবার দুপুরে সিলেট আদালতে পাঠিয়েছে পুলিশ।
এর আগে গতরাতে বিশ্বনাথ পৌরশহরের টিএন্ডটি রোডের লোকমান ভেরাইটি স্টোরে অভিযান চালিয়ে গোপনে মজুদ করার সময় এসব চিনির বস্তা জব্দ করা।
গ্রেফতার হওয়া লোকমান হোসেন (৪৪) উপজেলার অলংকারি ইউনিয়নের ছনখাড়িগাঁও গ্রামের আবদুল আলীর ছেলে।
পুলিশ সূত্র জানায়, বিশ্বনাথ নতুনবাজার টিএন্ডটি রোডের লোকমান ভেরাইটিজ স্টোরের গোডাউনে মজুদ করা হচ্ছিল অবৈধভাবে ভারত থেকে আনা চিনির বস্তা।
খবর পেয়েই অভিযান চালায় পুলিশ।
এ সময় ঘটনাস্থল থেকে লোকমান হোসেনকে গ্রেফতার করতে সক্ষম হলেও পালিয়ে যেতে সক্ষম হয় তার অন্য সহযোগিরা।
পরে লোকমানের স্বীকারোক্তিতে ৫০ কেজির ৫৩ বস্তা চিনি জব্দ করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ২ লাখ ৬৫ হাজার টাকা।
এ বিষয়ে কথা হলে বিশ্বনাথ পুলিশ স্টেশনের অফিসার ইনচার্জ জাহিদুল ইসলাম বলেন,
ধৃত লোকমানসহ অজ্ঞাতনামা আরো কয়জন চোরাকারবারি শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারতীয় চিনি এনে বিক্রির উদ্দেশ্যে মজুদ করছিল।
এ সময় অভিযান চালিয়ে চিনি জব্দ করা হয়। তাদের বিরুদ্ধে মামলা দেয়া হয়েছে।
আরও পড়ুন :