1. aoroni@nobanno.com : AORONI AKTER : AORONI AKTER
  2. aporna@gmail.com : Aporna Halder : Aporna Halder
  3. admin@hostitbd.xyz : hostitbd :
  4. admin@nobannotv.com : nobannotv.com : Nobannotv com
বিপৎসীমার ১১ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে যমুনা নদীর পানি — Nobanno TV
রবিবার, ২৭ এপ্রিল ২০২৫, ১২:৪৬ পূর্বাহ্ন

বিপৎসীমার ১১ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে যমুনা নদীর পানি

নবান্ন
  • আপডেট সময় : শুক্রবার, ১ সেপ্টেম্বর, ২০২৩
  • ১১৯ বার পঠিত
বিপৎসীমার ১১ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে যমুনা নদীর পানি

বগুড়ার সারিয়াকান্দি পয়েন্টে যমুনা নদীর পানি বেড়ে বিপৎসীমার ১১ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় এ পয়েন্টে নদীর পানি রেকর্ড করা হয় ১৬ দশমিক ৩৬ মিটার (বিপৎসীমা ১৬ দশমিক ২৫ মিটার)।

জানা যায়, সারিয়াকান্দির হাসনাপাড়া স্পার হুমকির মুখে পড়েছে।

সেখানে ৬৫ ফুট মাটির স্যাংক (ঢাল) দেবে গেছে। এ উপজেলার পাঁচটি ইউনিয়নের বিস্তীর্ণ চর প্লাবিত হয়েছে।

সেই সঙ্গে কামালপুর ইউনিয়নের ইছামারায় ভাঙন দেখা দিয়েছে। সেখানে বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে এক নিমিষে শতাধিক বাড়ি নদী গর্ভে বিলীন হয়ে গেছে।

বগুড়া পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) উপবিভাগীয় প্রকৌশলী হুমায়ন কবির জানান,

যমুনার পানি বাড়ায় হাসনাপাড়া স্পার হুমকির মুখে পড়েছে। স্পারের তলদেশ থেকে মাটি সরে যাওয়ায় ৬৫ ফুট মাটির স্যাংক দেবে গেছে।

স্পারের দেবে যাওয়া অংশে জরুরি ভিত্তিতে বালুভর্তি জিও ব্যাগ ফেলা শুরু হয়েছে।

কামালপুর ইউপি চেয়ারম্যান রাছেদুজ্জামান রাসেল জানান, ভাঙন ভয়াবহ রূপ নিয়েছে।

শতাধিক বাড়ি এক নিমিষে নদীগর্ভে বিলীন হয়ে গেছে।

এসব বাড়ির লোকজন কোনোমতে প্রাণ নিয়ে বাড়ি থেকে বের হয়ে আসতে পেরেছে, টাকা, খাবার, বালিশ, কাঁথা, কাপড়-চোপড়সহ কোনো কিছুই রক্ষা করতে পারেনি।

একেবারে নিঃস্ব হয়ে গেছে তারা, এখন পরনের কাপড় ছাড়া আর কিছুই নেই তাদের।

সারিয়াকান্দি উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল হালিম জানান, যমুনার পানি বাড়ায় ১৫ হেক্টর জমির আমন (স্থানীয় জাতের গাইঞ্জা ধান), দুই হেক্টর জমির বীজতলা ও এক হেক্টর জমির সবজি তলিয়ে গেছে।

আরও পড়ুন :

নবান্ন টিভি

সংবাদটি শেয়ার করুন

এই রকম আরো কিছু জনপ্রিয় সংবাদ

© All rights reserved © 2023 nobannotv.com
Design & Development By Hostitbd.Com