জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ঈদগাঁওতে উপজেলা ছাত্রদলের উদ্যোগে এক বিশাল মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলের নেতৃত্ব দেন উপজেলা ছাত্রদল সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুর রহমান। ৮ নভেম্বর মিছিলটি ঈদগাঁও গরুবাজার থেকে শুরু হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পাবলিক লাইব্রেরি মাঠে শেষ হয়।
মিছিলে বিপুল সংখ্যক ছাত্রদল কর্মী ও নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন, যারা দলীয় পতাকা ও ব্যানার নিয়ে শৃঙ্খলাবদ্ধভাবে রাস্তায় নেমে আসেন। অংশগ্রহণকারীরা দলের বিভিন্ন স্লোগান দেন, যা আশেপাশের এলাকাজুড়ে আওয়াজ তোলে ও উপস্থিত জনসাধারণের মনোযোগ আকর্ষণ করে।
মিছিলে অংশগ্রহণকারীরা জানান, তারা দলের ঐক্য ও সংহতি রক্ষায় প্রতিজ্ঞাবদ্ধ এবং দেশের গণতান্ত্রিক অধিকার ও স্বাধীনতা রক্ষায় বদ্ধ পরিকর। পাশাপাশি, তারা দলীয় নেতৃত্বের প্রতি অবিচল আস্থা রাখার প্রত্যয় ব্যক্ত করেন এবং সংগঠনের কার্যক্রমকে আরও শক্তিশালী করতে নিজেদের দায়িত্ব ও কর্তব্য পালনের অঙ্গীকার করেন।
মিছিল শেষে সংক্ষিপ্ত এক আলোচনা সভার আয়োজন করা হয়। বক্তারা ছাত্রদল কর্মীদের সুশৃঙ্খলভাবে সংগঠনের আদর্শে উদ্বুদ্ধ থাকার আহ্বান জানান এবং দলীয় ঐক্য বজায় রাখার গুরুত্ব তুলে ধরেন।
নবান্ন টিভি/ আবু হেনা সাগর