1. aoroni@nobanno.com : AORONI AKTER : AORONI AKTER
  2. admin@hostitbd.xyz : hostitbd :
  3. admin@nobannotv.com : NobannoTV : admin Nobannotv
বাবাকে অপহরণ করে দুই ছেলের মুক্তিপণ আদায় — Nobanno TV
রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ০৫:০৪ পূর্বাহ্ন

বাবাকে অপহরণ করে দুই ছেলের মুক্তিপণ আদায়

রিপোর্টারের নাম
  • আপডেট সময় : মঙ্গলবার, ১০ অক্টোবর, ২০২৩
  • ২০৪ বার পঠিত
অপহরণ

যশোরে মোহাম্মদ সিরাজ নামে এক ব্যক্তিকে অপহরণ ও মুক্তিপণ বাবদ চার লাখ টাকার ব্যাংক চেক লিখিয়ে নেওয়ার অভিযোগে দুই ছেলেসহ ৫ জনকে আসামি করে আদালতে মামলা হয়েছে।

মোহাম্মদ সিরাজ শহরের শংকরপুর চোপদারপাড়ার আব্দুস সোবহানের ছেলে।

জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. ইমরান আহম্মেদ অভিযোগের তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে আদেশ দিয়েছেন।

অভিযুক্তরা হলেন, মোহাম্মদ সিরাজের দুই ছেলে বাদল ও সোহাগ, একই এলাকার শাহনাজ, আকাশ ও রিয়াদ।

মোহাম্মদ সিরাজ মামলায় উল্লেখ করেছেন,

আসামিরা তার ক্ষতি করার জন্য ষড়যন্ত্র করতে থাকেন।

রবিবার বিকেল ৫টার দিকে আসামিদের মধ্যে বাদল মোবাইল ফোন করে জরুরি কথা আছে বলে তাকে বেজপাড়া মেইন গেটের সামনে দেখা করতে বলেন।

পরে তিনি সেখানে গেলে অজ্ঞাতনামা একজন পুলিশ সদস্যের সহযোগিতায় মোহাম্মদ সিরাজের গলায় ছুরি ধরে

আসামি বাদলসহ অন্য আসামিরা তাকে একটি মোটরসাইকেলে তুলে দেন। ওই মোটরসাইকেলের চালক ছিলেন আসামি রিয়াদ।

এরপর তাকে নাজির শংকরপুর চাতালের মোড় এলাকায় নিয়ে সেখানে অপেক্ষামান একটি মাইক্রোবাসে উঠিয়ে নেওয়া হয়।

পরে আসামিরা তাকে মাগুরার বড় শলোয় গ্রামে নিয়ে আটকে রাখেন এবং ভয়ভীতি দেখিয়ে তার কাছে চার লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়।

ফলে কোনো উপায় না পেয়ে মোহাম্মদ সিরাজ তার ছোটবোন শারমিনকে মোবাইল ফোন করে নিজ নামীয় অগ্রণী ব্যাংকের চেকবই বড় শলোয় গ্রামে নিয়ে আসতে বলেন।

পরে শারমিন চেকবই সেখানে নিয়ে গেলে একটি চেকপাতায় চার লাখ টাকা লিখে আসামিদের দেন মোহাম্মদ সিরাজ।

এরপর রাত সাড়ে ১১টার দিকে মুক্তি পেলে যশোরে বাড়ি ফিরে আসেন তিনি।

আরও পড়ুন :

 

নবান্ন টিভি

সংবাদটি শেয়ার করুন

এই রকম আরো কিছু জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2023 nobannotv.com
Design & Development By Hostitbd.Com