মহাসড়কের তাঁরাকূপি আরিফ ফিলিং স্টেশন সংলগ্নবরিশালের গৌরনদীতে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে দুইজন নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত সোয়া ১১টার দিকে ঢাকা-বরিশাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় নিহতরা হলেন- চালক মুকুল (৩৫) ও ব্যবসায়ী বাদল মোল্লা (৪০)। এদের মধ্যে ব্যবসায়ী বাদল মোল্লা ফরিদপুর জেলার ভাঙ্গা থানা এলাকার চুমুরদি গ্রামে মোতাহার মোল্লার ছেলে। তবে ট্রাক চালকের পরিচয় এখনও পর্যন্ত পাওয়া যায়নি।
বিষয়টি নিশ্চিত করে গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুর রহমান জানান, বরিশালে মালামাল বিক্রি করে খালি ট্রাক নিয়ে ফরিদপুরের দিকে যাচ্ছিলে চালক মুকুল ও ব্যবসায়ী বাদল মোল্লা। পথে মহাসড়কের তাঁরাকূপি এলাকায় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ট্রাকচালক মুকুল ও ব্যবসায়ী বাদল মোল্লা নিহত হন।
গৌরনদী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. বিপুল হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ট্রাকের চালক ও আরোহীর মরদেহ উদ্ধার করে হাইওয়ে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
ওসি আরও জানান, ট্রাকটি পুকুর থেকে উদ্ধারের কার্যক্রম চলছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা ব্যবস্থা প্রক্রিয়া চলমান রয়েছে।