1. aoroni@nobanno.com : AORONI AKTER : AORONI AKTER
  2. aporna@gmail.com : Aporna Halder : Aporna Halder
  3. admin@hostitbd.xyz : hostitbd :
  4. admin@nobannotv.com : NobannoTV : admin Nobannotv
বঙ্গবন্ধু সেতু‌ মহাসড়কে ২৫ কিলোমিটার যানজট — Nobanno TV
মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫, ০৭:১৭ অপরাহ্ন

বঙ্গবন্ধু সেতু‌ মহাসড়কে ২৫ কিলোমিটার যানজট

nobanno
  • আপডেট সময় : বুধবার, ২৮ জুন, ২০২৩
  • ২৩৬ বার পঠিত

ঈদ উপলক্ষে যানবাহনের অতিরিক্ত চাপ, দফায় দফায় সেতুর টোল আদায় বন্ধ থাকায় এবং রাস্তায় গাড়ি বিকল হওয়ায় ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু‌ মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

বঙ্গবন্ধু সেতু পূর্ব পাড় থেকে করটিয়া পর্যন্ত মহাসড়কের প্রায় ২৫ কিলোমিটার এলাকায় এই যানজটে চরম দুর্ভোগে পড়েছে ঈদে উত্তরবঙ্গের ঘরমুখো মানুষ।

গতরাত থেকেই যানবাহনের চাপ বাড়তে থাকে। ভোর রাত থেকে এর মাত্রা আরও বেড়ে যায়।

একদিকে ঢাকাগামী পশুর ট্রাক, মাঝে মাঝে গাড়ি বিকল হয়ে পড়ছে।

অন্যদিকে অতিরিক্ত যানবাহনের চাপে সেতু টোল প্লাজায় একাধিক বার বন্ধ থাকায় এই যানজটের সৃষ্টি হয়েছে।

আবার সকাল থেকেই বৈরি আবহাওয়ায় গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে।

কেউ মোটরসাইকেলে আবার অনেকেই বাস না পেয়ে খোলা ট্রাক ও পিকআপে করে বাড়ি ফিরছে।

এতে বেশি সমস্যায় পড়েছে নারী, শিশু ও বৃদ্ধ বয়সী যাত্রীরা। ঘণ্টার পর ঘণ্টা গাড়িতে অপেক্ষা করতে হচ্ছে তাদের।

তবে এতো কষ্টের পরেই প্রিয়জনের সঙ্গে ঈদের আনন্দ উপভোগ করাই যেনো সবার কাছে বেশি আনন্দের।

তাই কষ্ট হলেও হাসি মুখেই বাড়ি ফিরছেন ঘরমুখো মানুষজন।

এলেঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হাসান বলেন, মহাসড়কে পর্যাপ্ত পরিমাণে আইনশৃঙ্খলা বাহিনী রয়েছে।

গাড়ির টান শুরু হয়েছে আশা করি দ্রুত সময়ের মধ্যে স্বাভাবিক হবে।

 

আরও পড়ুন :

নবান্ন টিভি

সংবাদটি শেয়ার করুন

এই রকম আরো কিছু জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2023 nobannotv.com
Design & Development By Hostitbd.Com