1. aoroni@nobanno.com : AORONI AKTER : AORONI AKTER
  2. aporna@gmail.com : Aporna Halder : Aporna Halder
  3. admin@hostitbd.xyz : hostitbd :
  4. admin@nobannotv.com : nobannotv.com : Nobannotv com
ফাঁকা সড়কে মেট্রোর পিলারে বাসের ধাক্কা, আহত ১০ — Nobanno TV
বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ০৫:০৫ অপরাহ্ন

ফাঁকা সড়কে মেট্রোর পিলারে বাসের ধাক্কা, আহত ১০

রিপোর্টারের নাম
  • আপডেট সময় : মঙ্গলবার, ৯ এপ্রিল, ২০২৪
  • ৬৮ বার পঠিত

ঢাকার ফাঁকা সড়কে গতির ঝড় তুলে মেট্রোলাইনের পিলারে সেফটি পরিবহনের একটি বাস সজোরে ধাক্কা দিয়েছে। এ ঘটনায় ১০ জন আহত হয়েছেন। এরমধ্যে এক মা ও তার সন্তানের অবস্থা গুরুতর বলে জানা গেছে।

মঙ্গলবার (৯ এপ্রিল) দুপুর ২টার দিকে এই দুর্ঘটনা ঘটে। এই ঘটনায় বাসচালককে আটক করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সেফটি পরিবহনের বাসটি মিরপুর-১২ থেকে আজিমপুর যাচ্ছিল। কিশোর বাসচালক নিয়ন্ত্রণ হারিয়ে মেট্রোর পিলারে ধাক্কা দিলে বাসের সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। এতে বাসের ১০ যাত্রী আহত হন।

এদের মধ্যে মা ও এক বাচ্চা ছেলে গুরুতর আহত হয়েছেন বলেও জানান প্রত্যক্ষদর্শীরা। পরে পুলিশ বাসের যাত্রীদের উদ্ধার করে। এছাড়া বাসচালককেও আটক করা হয়েছে।

কাফরুল থানা-পুলিশ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে, আহতদের মধ্যে গুরুতর কয়েকজনকে হাসপাতালে পাঠানো হয়েছে।

 

নবান্ন টিভি

সংবাদটি শেয়ার করুন

এই রকম আরো কিছু জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2023 nobannotv.com
Design & Development By Hostitbd.Com