1. aoroni@nobanno.com : AORONI AKTER : AORONI AKTER
  2. aporna@gmail.com : Aporna Halder : Aporna Halder
  3. admin@hostitbd.xyz : hostitbd :
  4. admin@nobannotv.com : nobannotv.com : Nobannotv com
পুকুর থেকে মরা মাছ তুলতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু — Nobanno TV
রবিবার, ২৭ এপ্রিল ২০২৫, ১০:৩৫ অপরাহ্ন

পুকুর থেকে মরা মাছ তুলতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু

রিপোর্টারের নাম
  • আপডেট সময় : সোমবার, ১৪ আগস্ট, ২০২৩
  • ১৩৬ বার পঠিত
পুকুর

চাঁদপুরের ফরিদগঞ্জে পুকুর থেকে মরা মাছ তুলতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে স্বামী-স্ত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

সোমবার (১৪ আগস্ট) দুপুরে দমকল কর্মীরা ঘটনাস্থল থেকে দুইজনের মরদেহ উদ্ধার করে।

সকালে ফরিদগঞ্জ উপজেলার ১০নং গোবিন্দপুর ইউনিয়নের লাড়ুয়া গ্রামের আনন্দ পালের বাড়িতে আজ দুপুরে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন,

মৃত চিত্তরঞ্জন পালের ছেলে অর্জুন চন্দ্র পাল (৬৫) ও তার স্ত্রী অঞ্জলি রানী (৫০) পাল। এ ঘটনায় পুরো গ্রামে শোকের ছায়া নেমে আসে।

পুলিশ জানায়, পুকুরে মৃত মাছ ভাসমান অবস্থায় দেখে স্বামী-স্ত্রী। তখন মাছ ধরার জন্য পুকুরে নামেন অর্জুন চন্দ্র পাল।

ওই সময়ে একটি বিদ্যুতের তার পূর্বে থেকেই পুকুরে পড়ে থাকায় বিদ্যুৎপৃষ্ট হলে তাকে বাঁচাতে গিয়ে স্ত্রী অঞ্জলি রানী পালও বিদ্যুৎপৃষ্ট হয়। এতে দুজনের মৃত্যু হয় তাদের।

পরে বাড়ির লোকজন ফায়ার সার্ভিস ও পুলিশ তাদের দুইজনের মৃতদেহ উদ্ধার করে। দুইজন পেশায় সনাতন ধর্মাবলম্বীদের প্রতীমাসহ মাটির আসবাবপত্র তৈরি করতেন।

চাঁদপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারি পরিচালক সৈয়দ মো. মোর্শেদ হোসেন বলেন,

খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌছে দুপুর ১টায় মরদেহ দুটি উদ্ধার করতে সক্ষম হয়েছি। যেটি জেনেছি সেটি হচ্ছে বৈদ্যুতিক তার ছিড়ে পুকুরে পরে ছিলো আর এতে অনেক মাছ বিদ্যুতায়িত হয়ে মারা যায়।

সেই মরা মাছ দেখে তা তুলতে পুকুরে নেমে মারা যাচ্ছিলেন স্বামী অর্জুন। তার মারা যাওয়ার আর্তনাদ শুনে স্ত্রী অঞ্জলী দৌড়ে পুকুরের পানিতে নামেন এবং তিনিও মারা যান।

এ বিষয়ে চাঁদপুরের ফরিদগঞ্জ থানার ইন্সপেক্টর (তদন্ত) প্রদীপ মন্ডল বলেন,

‘আমরা খবর পেয়ে ঘটনাস্থলে ফোর্সসহ ছুটে যাই। ফায়ার সার্ভিসের সহায়তায় মরদেহ পুকুর হতে উদ্ধার করেছি।

বৈদ্যুতিক তার কীভাবে ছিড়ে পুকুরে পড়লো তা আমরা এখনি বলতে পারছিনা।’

 

আরও পড়ুন :

নবান্ন টিভি

সংবাদটি শেয়ার করুন

এই রকম আরো কিছু জনপ্রিয় সংবাদ

© All rights reserved © 2023 nobannotv.com
Design & Development By Hostitbd.Com