পদ্মা সেতুতে রেল সংযোগের উদ্বোধন করে ট্রেনে মাওয়া থেকে ফরিদপুরের ভাঙ্গা পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সেখানে ডা. কাজী ইউসুফ আলী স্টেডিয়ামে আওয়ামী লীগের জনসভায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী।
এর আগে, দুপুর ১২টা ২০ মিনিটে ডিজিটাল সুইচ টিপে তিনি পদ্মা রেল সেতুর উদ্বোধনী ফলক উন্মোচন করেন।
পরে সেখানে দোয়া ও মোনাজাতে অংশ নেন প্রধানমন্ত্রীসহ অতিথিরা।
এ সময় প্রধানমন্ত্রীকে পদ্মা রেল সেতুর রেপ্লিকা উপহার দেন প্রকল্প পরিচালক।
পরে নিয়ম অনুযায়ী, রেলের টিকিট কাটেন প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীরা।
পরে ট্রেন চলাচলের রীতি হুইসেল বাজিয়েছেন প্রধানমন্ত্রী নিজেই এবং তিনিই পতাকা নেড়ে ট্রেন চলাচলের সংকেত দেখান।
এরপর দুপুর ১২টা ৫৫ মিনিটে মুন্সীগঞ্জের মাওয়া প্রান্ত থেকে ট্রেন যাত্রা শুরু করে পদ্মা নদীর ওপর দিয়ে ফরিদপুরের পথে।
আরও পড়ুন :