নারায়ণগঞ্জের বন্দরে ডোবার পানিতে ডুবে সামির (৯) ও তিশা (৮) নামের দুই শিশুর মৃত্যু হয়েছে।
শুক্রবার (৮ সেপ্টেম্বর) সকালে বন্দরের আমিন এলাকার একটি ডোবা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
তারা ওই এলাকায় অটোরিকশাচালক কামাল হোসেনের ছেলে-মেয়ে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার বিকেলে খেলার কথা বলে ভাই-বোন একসঙ্গে বাসা থেকে বেরিয়ে নিখোঁজ হয়।
শুক্রবার ভোরে বাসার পাশের একটি ডোবা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
নারায়ণগঞ্জের বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুবকর সিদ্দিক বলেন, ডোবা থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়।
সুরতহাল করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
আরও পড়ুন :