বাংলাদেশ কলেজ বিশ্ববিদ্যালয় শিক্ষাক সমিতি (বাকবিশস) নরসিংদীর জেলা শাখা ও কলেজ শিক্ষক পরিবার (কশিপ) নরসিংদীর এ দুই শিক্ষক সংগঠন নবাগত নরসিংদী জেলা প্রশাসক ড. বদিউল আলম পাভেলকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে।
বাকবিশস এর পক্ষে থেকে নরসিংদী জেলা শাখার সভাপতি ও নরসিংদী আইডিয়াল কলেজএর অধ্যক্ষ মোঃ নজরুল ইসলাম,
সাধারণ সম্পাদক জয়নগর ডিগ্রী কলেজের সহকারি অধ্যাপক মোঃ রুহুল আমীন, নবাগত জেলা প্রশাসককে ফুলের তোড়া দিয়ে বরণ করেন।
কশিপ নরসিংদীর পক্ষে এ সংগঠনের সভাপতি ও জয়নগর ডিগ্রী কলেজের সহকারি অধ্যাপক মোঃ আবদুল বাতেন মিয়া
ও সাধারণ সম্পাদক মনোহরদী সরকারি কলেজের সহকারি অধ্যাপক মোঃ নজরুল ইসলাম খান, নবাগত জেলা প্রশাসককে ফুলের তোড়া দিয়ে বরণ করেন।
এসময় উপস্থিত ছিলেন রায়পুরা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মোঃ আমজাদ হোসেন, আবদুল মান্নান ভূইয়া, কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মোঃ জালাল উদ্দিন মিয়া,
হাজী আবেদ আলী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মোঃ ছানা উল্লাহ মিয়া, সরদার আছমত আলী মহিলা কলেজের অধ্যক্ষ ড. মোঃ নুর আলম।
আরও পড়ুন :