নরসিংদী-৫ আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী,রায়পুরা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক,
উপজেলা পরিষদের ২বারের সাবেক চেয়ারম্যান সৎ সাহসী নেতা মিজানুর রহমান চৌধুরীকে দলীয় মনোনয়ন দেওয়ার জন্য
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট জোর দাবি করে হাজার হাজার নেতাকর্মীরা মিছিল করেন।
নরসিংদীর রায়পুরা চরসুবুদ্ধিতে ইউনিয়ন পরিষদ মাঠে চরসুবুদ্ধি ইউনিয়ন আওয়ামী লীগ নেতা বীরমুক্তিযোদ্ধা আব্দুল বাতেন এর সভাপতিত্বে
রায়পুরা নির্বাচনী এলাকার নরসিংদী-৫আসনের আওয়ামী লীগের নৌকা প্রতীক মনোনয়ন প্রত্যাশী,
উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক,উপজেলা পরিষদের ২বারের সাবেক চেয়ারম্যান পরিক্ষিত ত্যাগী,
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকারের আমলে সারা দেশে ব্যাপক উন্নয়ন মুলক কাজ হয়েছে।
এ সরকারের উন্নয়ন সারা বিশ্বে মধ্যে বাংলাদেশ অন্যরকম দৃষ্ঠান্ত স্থাপন করে বিরাট সুনাম অর্জন করেছেন।
এ সরকারের উন্নয়ন মুলক কর্মকান্ড জনসাধারনের তুলে ধরতে আরো প্রচার প্রচারনা চালিয়ে জনগনের দৌড় গোড়ায় পৌছাতে হবে।
আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থীকে নৌকা মার্কার বিজয় সুনিশ্চিত করে
আবার শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী নির্বাচিত করে, উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হবে।
সিংঙ্গাপুর,মালইশিয়া সহ বিশে^র যত নামী দামী দেশ গুলোকে পিছিয়ে ফেলে উন্নত রাষ্ট্র হিসেবে আমরা আরো এগিয়ে যেতে হবে।
এ সরকার আবার ক্ষমতায় আসলে চরসুবুদ্ধি,শ্রীনগর মেঘনা নদীতে বেড়ে বাধ দেওয়া হবে ।
তিনি আরো বলে, বিগত দিনে যারা উপজেলা,পৌরসভা,ইউনিয়ন পরিষদ সহ বিভিন্ন নির্বাচনে নৌকা মার্কার বিরোধীতা করেছেন।
সুবিধাবাদীদের বিরোদ্ধে সাংগঠনিক ভাবে শাস্তির দেওয়ার জন্য জোর দাবী করছি।
নৌকা মার্কা ফুটাকারীদের বিরোদ্ধে সংগঠনের নীতি নির্ধাকরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন না করা হলে আগামী নির্বাচনে নৌকা মার্কার জনপ্রিয়তা ধরে রাখতে কঠিন হবে।
নৌকা তলা ফুটাকারীদের বিরোদ্ধে ব্যবস্থা না নিলে জাতির জনক বঙ্গবন্ধুর আত্মা কষ্ট পাবে।
দলীয় ত্যাগী নেতা কর্মীদের এখন থেকে আর হয়রানী করতে দেওয়া হবে না,যেখানে অন্যায় সেখানে প্রতিবাদ করা হবে।
এলাকার জনগন তাদের বিরোদ্ধে জেগে উঠেছে। তাদেরকে আর ছাড় দেওয়া হবে না।
সংগঠনের বিরোধী অপরাধীদেরকে বাদ দিয়ে বিভিন্ন গোয়েন্দা সংস্থার মাধ্যমে সরজমিনে তদন্ত করে
জনপ্রিয়তা দেখে আমাকে দলীয় মনোনয়ন দিলে প্রিয় নেত্রী শেখ হাসিনাকে নৌকার বিজয় সু-নিশ্চিত করে
বঞ্চিত নেতাকর্মীদের মুখে হাসি ফুটাতে পারব বলে শতভাগ আশাবাদী।
এ সময় আরো বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা ইকবাল হোসেন, নজরুল ইসলাম,আহসান উল্লাহ মেম্বার
এবং আওয়ামী লীগ, যুবলীগ,ছাত্রলীগ,স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ,শ্রমিক লীগ,মুক্তিযোদ্ধা লীগ, তাঁতী লীগ, সহ সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা।