1. aoroni@nobanno.com : AORONI AKTER : AORONI AKTER
  2. aporna@gmail.com : Aporna Halder : Aporna Halder
  3. admin@hostitbd.xyz : hostitbd :
  4. admin@nobannotv.com : nobannotv.com : Nobannotv com
দ্বাদশ সংসদ নির্বাচন সামনে রেখে ফাইতং যুবলীগ মতবিনিময় সভা — Nobanno TV
রবিবার, ২৭ এপ্রিল ২০২৫, ০১:৪৪ পূর্বাহ্ন

দ্বাদশ সংসদ নির্বাচন সামনে রেখে ফাইতং যুবলীগ মতবিনিময় সভা

ইসমাইলুল করিম
  • আপডেট সময় : শুক্রবার, ২২ সেপ্টেম্বর, ২০২৩
  • ১২৪ বার পঠিত
দ্বাদশ সংসদ নির্বাচন সামনে রেখে ফাইতং যুবলীগ মতবিনিময় সভা

পার্বত্য জেলার বান্দরবানের লামায় ফাইতং ইউনিয়ন নয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় হল রুমে শুক্রবার  (২২ সেপ্টেম্বর) বিকালবেলা আগামী দ্বাদশ সংসদ নির্বাচন সামনে রেখে ঐক্যবদ্ধ হয়ে ফাইতং যুবলীগ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

এই মতবিনিময় সভা ফাইতং ইউনিয়ন যুবলীগ সভাপতি বাবু থোয়াইং সানু মার্মা সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন

ফাইতং ইউনিয়ন আওয়ামিলীগ সাধারণ সম্পাদক চেয়ারম্যান মো. ওমর ফারুক, সহসভাপতি শহিদুল্লাহ মিন্টু,

সহসভাপতি মাহমুদুর রহমান শুক্কুর, নাজেম উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ এইচ এম আহসান উল্লাহ,

সহসভাপতি বোরহান উদ্দিন রিজু, যুবলীগ সাধারণ সম্পাদক মোহাম্মদ ইয়াছিন, বিভিন্ন ওয়ার্ড যুবলীগ সভাপতি,

সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, ইউনিয় আওয়ামিলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীসহ প্রমূখ।

 

আগামী সংসদ নির্বাচনে ফাইতং ইউনিয়ন পরিচালনা কমিটি সদস্য সচিব আওয়ামিলীগ সহ-সভাপতি শহিদুল্লাহ মিন্টু বলেন,

বান্দরবান এ আসনের বর্তমান সংসদ সদস্য আওয়ামী লীগের বীর বাহাদুর উশৈসিং। ১৯৯২ সাল থেকে তিনি এ একক প্রার্থী হিসেবে জয়লাভ করে আসছেন।

এবারও জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে বীর বাহাদুরকে একক প্রার্থী ঘোষণা করেছে দলটি।

টানা ছয়বারের এই সংসদ সদস্য যে কোনো দলের বিপক্ষে খুবই শক্তিশালী প্রার্থী।

আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকার সুবাদে তার হাত ধরে এলাকায় উন্নয়নও হয়েছে ব্যাপক।

সে হিসেবে দলের বাইরে সাধারণ মানুষের কাছে তার ব্যক্তি ইমেজও ভালো।

তাই আওয়ামী লীগের একক প্রার্থী হিসেবে বীর বাহাদুরের বিকল্প নেই।

দ্বাদশ সংসদ নির্বাচন সামনে রেখে ফাইতং যুবলীগ মতবিনিময় সভা

 

মতবিনিময় সভা অতিথিরা বক্তব্য বলেন, অতীতের বীর বাহাদুরে আস্থা আওয়ামী –

যুবলীগ যে কোনো সময়ের চেয়ে বর্তমান ইউনিয়ন আওয়ামী- যুবলীগ অনেক বেশি সুসংগঠিত ও ঐক্যবদ্ধ। নির্বাচন সামনে রেখে

ইউনিয়ন আওয়ামী- যুবলীগের নেতৃত্বে ওয়ার্ড ভিত্তিক কমিটি গঠন করা হবে। তারা ওয়ার্ড পর্যায়ে কাজ করবে।

বান্দরবান জেলা আওয়ামিলীগ গত ২৭ মে অনুষ্ঠিত বর্ধিত সভায় নেতাকর্মীদের মতামতের ভিত্তিতে

দ্বাদশ সংসদ নির্বাচনের জন্য ছয়বারের সংসদ সদস্য বীর বাহাদুর এমপিকে সপ্তমবার নৌকার একক প্রার্থী মনোনীত করেছেন।

 

আশা করছি, সপ্তমবারের মতো বীর বাহাদুরকে বান্দরবানের মানুষ ভোট দিয়ে নির্বাচিত করবে।

কারণ ৩০ বছর ধরে তিনি এ এলাকার মানুষের জীবনমানের উন্নয়নের জন্য শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ, বিদ্যুৎসহ সর্বক্ষেত্রে ব্যাপক উন্নয়ন সাধন করেছেন।

আমাদের বিশ্বাস, জনগণ বীর বাহাদুরের পাশে থাকবে ইনশাআল্লাহ।

 

নবান্ন টিভি

সংবাদটি শেয়ার করুন

এই রকম আরো কিছু জনপ্রিয় সংবাদ

© All rights reserved © 2023 nobannotv.com
Design & Development By Hostitbd.Com