1. aoroni@nobanno.com : AORONI AKTER : AORONI AKTER
  2. aporna@gmail.com : Aporna Halder : Aporna Halder
  3. admin@hostitbd.xyz : hostitbd :
  4. admin@nobannotv.com : nobannotv.com : Nobannotv com
তালায় উন্নয়ন প্রকল্প উদ্বোধন করলেন সংসদ সদস্য এড. মুস্তফা লুৎফুল্লাহ — Nobanno TV
রবিবার, ২৭ এপ্রিল ২০২৫, ০১:৪৭ পূর্বাহ্ন

তালায় উন্নয়ন প্রকল্প উদ্বোধন করলেন সংসদ সদস্য এড. মুস্তফা লুৎফুল্লাহ

নবান্ন
  • আপডেট সময় : রবিবার, ১৫ অক্টোবর, ২০২৩
  • ১৬৭ বার পঠিত
তালায় উন্নয়ন প্রকল্প উদ্বোধন করলেন সংসদ সদস্য এড. মুস্তফা লুৎফুল্লাহ

সাতক্ষীরার তালায় প্রাথমিক বিদ্যালয়ে নতুন ভবন, রাস্তার উন্নয়ন কাজ এবং ওয়াটার সাপ্লাই স্কীম কাজের  উদ্বোধন করেছেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য এড. মুস্তফা লুৎফুল্লাহ। রোববার (১৫ অক্টোবর ) সকালে উন্নয়ন কাজের উদ্বোধন ঘোষণা করেন তিনি।

সকালে প্রথমে সমগ্র দেশে নিরাপদ পানি সরবরাহ প্রকল্পের আওতায় জনস্বস্থ্য প্রকৌশল অধিদপ্তর বাস্তবায়নে

তালায় গ্রামীন পাইপড ওয়াটার সাপ্লাই স্কীম কাজের উদ্বোধন করা হয়।

এরপর এলজিইডি বাস্তবায়নে তালা উপজেলা নলতা থেকে খলিলনগর ইউনিয়ন পরিষদ অভিমূখে রাস্তা,

মাছিয়াড়া ঋষিপাড়া  মোড় রায়পুর গোলক মুনির বাড়ি ভায়া সরকারি প্রাইমারি স্কুল উন্নয়ন মূলক কাজ

ও আখড়াখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন নির্মান কাজের উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করা হয়।

তালায় উন্নয়ন প্রকল্প উদ্বোধন করলেন সংসদ সদস্য এড. মুস্তফা লুৎফুল্লাহ

তালায় উন্নয়ন প্রকল্প উদ্বোধন করলেন সংসদ সদস্য এড. মুস্তফা লুৎফুল্লাহ

 

এসময় উপস্থিত ছিলেন, তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, উপজেলা নির্বাহী কর্মকর্তা আফিয়া শারমিন,

উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান মুরশীদা পারভীন পাঁপড়ি,

খলিলনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রণব ঘোষ বাবলু, উপজেলা প্রকৌশলী রথীন্দ্র নাথ হালদার,

উপজেলা শিক্ষা অফিসার গাজী সাইফুল ইসলাম, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী কৌশিক রায়,

খলিলনগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোড়ল সিরাজুল ইসলাম, ঠিকাদার শেখ আনোয়ার হোসেন আনু প্রমূখ।

উপজেলা প্রকৌশলী রথীন্দ্র নাথ হালদার জানান, প্রকল্পগুলোর উন্নয়ন কাজ শেষ হলে অত্র এলাকার হাজারো মানুষের কষ্ট লাঘবসহ আর্থ সামাজিক অবস্থার উন্নতি হবে ।

 

আরও পড়ুন :

নবান্ন টিভি

সংবাদটি শেয়ার করুন

এই রকম আরো কিছু জনপ্রিয় সংবাদ

© All rights reserved © 2023 nobannotv.com
Design & Development By Hostitbd.Com