রাজধানীর কাকরাইলে এসএ পরিবহনের অফিসের চার তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
প্রায় আধা ঘণ্টা পর রাজধানীর কাকরাইলে এসএ পরিবহনের কার্যালয়ের আগুন নিয়ন্ত্রণে এসেছে।
শুরুতে এ আগুন নিয়ন্ত্রণে ৫টি ইউনিট কাজ করে। এরপরে ১০ ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
সোমবার (৯ অক্টোবর) সকাল সোয়া দশটার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
এক বিজ্ঞপ্তিতে ফায়ার সার্ভিস জানায়, সোমবার সকাল ১০টা ১০ মিনিটে আগুনের সংবাদ পাওয়া যায়।
এরপর প্রথম ইউনিট ১০টা ১৫ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে। পরবর্তীতে সবমিলিয়ে বর্তমানে আগুন নিয়ন্ত্রণে ৫ ইউনিট কাজ করছে।
বেলা ১১টার দিকে এক বিজ্ঞপ্তির মাধ্যমে ফায়ার সার্ভিস জানায় আগুন নিয়ন্ত্রণে এসেছে।
আরও পড়ুন :