1. aoroni@nobanno.com : AORONI AKTER : AORONI AKTER
  2. aporna@gmail.com : Aporna Halder : Aporna Halder
  3. admin@hostitbd.xyz : hostitbd :
  4. admin@nobannotv.com : nobannotv.com : Nobannotv com
ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিন, আমরা সব সময় প্রস্তুত: মির্জা আব্বাস — Nobanno TV
রবিবার, ২৭ এপ্রিল ২০২৫, ০৪:১৫ অপরাহ্ন

ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিন, আমরা সব সময় প্রস্তুত: মির্জা আব্বাস

রিপোর্টারের নাম
  • আপডেট সময় : শনিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৩৩ বার পঠিত

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, আমরা এই সরকারকে বলতে চাই, আপনারা ডিসেম্বরের ঘোষণা দিয়েছেন, ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিন। আমরা সব সময় নির্বাচনের জন্য প্রস্তুত ইনশাল্লাহ।

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় মহানগর দক্ষিণ বিএনপির সদস্য নবায়ন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে মির্জা আব্বাস এ কথাগুলো বলেন।

বিভিন্ন রাজনৈতিক দলকে উদ্দেশ করে তিনি বলেন, নির্বাচন নিয়ে কথা বলছেন… কখনও বলেন যাবেন না, কখনো বলেন যাবেন… কখনো বলেন, এটা হলে যাব, কখনো বলেন ওটা হলে যাব। আরে ভাই আপনাদের ভুল সিদ্ধান্তের কারণে ২০০৮ সালে বিএনপি এবং আমাদের জোট নির্বাচনে গিয়েছিল, তার ফলোশ্রুতিতে বাংলাদেশের অনেক নামিদামী, অনেক বিখ্যাত-প্রখ্যাত মানুষকে প্রাণ দিতে হয়েছে ফাঁসির কাষ্ঠে। ওই রকম ভুল আর করবেন না দয়া করে। একটি ভুল লক্ষ লক্ষ মানুষের জীবন কেড়ে নিতে পারে।

কর্মসূচির উদ্বোধন করেন মির্জা আব্বাস বলেন, দলের সদস্য নবায়ন ও সদস্য সংগ্রহে আমাদেরকে খু্বই সাবধান হতে হবে, সচেতন থাকতে হবে। যদি নবায়নের সময়ে দেখা যায় ওই ব্যক্তি সস্পর্কে সংগঠনবিরোধী কোনো কার্য্ক্রমের সঙ্গে জড়িত আছে তার সদস্যপদ নবায়ন করা যাবে না। দলের দুর্নাম হচ্ছে, এমন কোনো অপকর্মের সঙ্গে জড়িত আছে এমন কোনো ব্যক্তিকে সদস্য নবায়ন করা যাবে না।

দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ে মির্জা আব্বাস বলেন, ‘সরকারের পরিবর্তন হয়েছে, কিন্তু সিন্ডিকেটের কোনো পরিবর্তন হয় নাই এবং এরা এই সরকারকে একটি বিব্রতকর অবস্থায় ফেলে দেওয়ার চেষ্টা করছে।’

অপারেশন ডেভিল হান্ট নিয়েও কথা বলেন মির্জা আব্বাস। তিনি বলেন, ‘কয়েক দিন আগে অভিযান শুরু হয়েছে ভালো। কিন্তু হাতের সামনে যে ডেভিলরা রয়ে গেছে, তাদের ধরছেন না কেন?’

নবান্ন টিভি

 

সংবাদটি শেয়ার করুন

এই রকম আরো কিছু জনপ্রিয় সংবাদ

© All rights reserved © 2023 nobannotv.com
Design & Development By Hostitbd.Com