1. aoroni@nobanno.com : AORONI AKTER : AORONI AKTER
  2. aporna@gmail.com : Aporna Halder : Aporna Halder
  3. admin@hostitbd.xyz : hostitbd :
  4. admin@nobannotv.com : nobannotv.com : Nobannotv com
জৈন্তাপুরে পিকআপ-লেগুনা সংঘর্ষে নিহত ৩, আহত ৭ — Nobanno TV
বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১১:২১ অপরাহ্ন

জৈন্তাপুরে পিকআপ-লেগুনা সংঘর্ষে নিহত ৩, আহত ৭

রিপোর্টারের নাম
  • আপডেট সময় : সোমবার, ১৮ মার্চ, ২০২৪
  • ৮২ বার পঠিত

সিলেটের জৈন্তাপুরে পিকআপভ্যানের ও লেগুলার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন কমপক্ষে সাতজন।

সোমবার (১৮ মার্চ) দুপুর ১টার দিকে ঢাকা-সিলেট-তামাবিল মহাসড়কে উপজেলার দরবস্ত পল্লী বিদ্যুৎ অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় পাওয়া যায়নি।

জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, দুপুর ১টার দিকে সিলেট থেকে জৈন্তাপুর যাওয়ার সময় যাত্রীবাহী লেগুনার সঙ্গে সিলেটগামী একটি পিকআপভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে লেগুনাটি দুমড়ে-মুচড়ে ঘটনাস্থলে তিনজনের মৃত্যু হয় এবং আহত হন কমপক্ষে সাতজন।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

 

নবান্ন টিভি

সংবাদটি শেয়ার করুন

এই রকম আরো কিছু জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2023 nobannotv.com
Design & Development By Hostitbd.Com