চট্টগ্রামে উত্তর আগ্রাবাদের রঙ্গিপাড়া এলাকায় নালায় পড়ে নিখোঁজ হওয়া ইয়াছিন আরাফাত (১৮ মাস) নামে এক শিশুর মরদেহ প্রায় ১৭ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে।
সোমবার (২৮ আগস্ট) সকালে মরদেহটি উদ্ধার করা হয়।
এরপর শিশুটিকে উদ্ধারে অভিযানে নামে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের কর্মকর্তারা।
শিশু ইয়াছিন আরাফাত নগরীর রঙ্গীপাড়া এলাকার সাদ্দাম হোসেনের ছেলে।
স্থানীয়দের ভাষ্য মতে, খেলতে গিয়ে অথবা রাস্তায় হাঁটতে গিয়ে শিশুটি সেখানে পড়ে গেছে।
শিশুটি কিভাবে ড্রেনের কাছে গেল সেটি এলাকার সিসি ক্যামেরার ফুটেজ দেখে জানার চেষ্টা চলছে বলে জানিয়েছেন
নগরীর আগ্রাবাদ ফায়ার স্টেশনের অফিসার শফিকুল ইসলাম।
২০২১ সালের ২৫ আগস্ট প্রবল বর্ষণে পানিবন্দি নগরীর মুরাদপুরে নালায় পড়ে তলিয়ে যান সবজি বিক্রেতা সালেহ আহমেদ। দুই বছরেও তার খোঁজ মেলেনি।
একই বছরের ২৭ সেপ্টেম্বর রাতে নগরীর ডবলমুরিং থানার আগ্রাবাদ শেখ মুজিব সড়কে জেক্স মার্কেটের সামনে নালায় পড়ে নিখোঁজ হন
সেহেরীন মাহবুব সাদিয়া (১৯) নামে আন্তর্জাতিক ইসলামি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিভাগের এক ছাত্রী। ৪ ঘণ্টা পর তার মরদেহ উদ্ধার হয়।
আরও পড়ুন :