1. aoroni@nobanno.com : AORONI AKTER : AORONI AKTER
  2. aporna@gmail.com : Aporna Halder : Aporna Halder
  3. admin@hostitbd.xyz : hostitbd :
  4. admin@nobannotv.com : nobannotv.com : Nobannotv com
চুয়াডাঙ্গায় মোটরসাই‌কে‌লের নিয়ন্ত্রণ হা‌রি‌য়ে যুবক নিহত — Nobanno TV
রবিবার, ২৭ এপ্রিল ২০২৫, ০২:৫৭ পূর্বাহ্ন

চুয়াডাঙ্গায় মোটরসাই‌কে‌লের নিয়ন্ত্রণ হা‌রি‌য়ে যুবক নিহত

রিপোর্টারের নাম
  • আপডেট সময় : শনিবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১০২ বার পঠিত

চুয়াডাঙ্গা সদর উপ‌জেলার দর্শনা থানার বেগমপুর কেরুর ফার্মের সামনে সড়ক দুর্ঘটনায় আহত তুহিন ইমরান (১৮) না‌মে এক এক যুবক মারা‌ গে‌ছে।

আজ শ‌নিবার ভো‌রে রাজশাহী মে‌ডি‌কেলে চি‌কিৎসাধীন অবস্থায় সে মারা যায়।

নিহত ইমরান সদর উপ‌জেলার ছোট শলুয়া গ্রা‌মের আশরাফুজ্জামান ওর‌ফে সানাউল্লাহর ছেলে।

দর্শনা থানার অ‌ফিসার ইনচার্জ (ও‌সি) ‌বিপ্লব কুমার সাহা জানান, গত ১৫ ফেব্রুয়ার‌ী রাত ১০ দি‌কে তু‌হিন ইমরান মোটরসাইকেল চালিয়ে বেগমপুর গ্রাম হতে নিজ বাড়িতে যাওয়ার সময় বেগমপুর কেরুর ফার্মের সামনে পৌছালে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা গাছের সাথে ধাক্কা মেরে গুরুতর আহত হয়।

এসময় আশেপাশের এবং বাড়ির লোকজন তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা হাসপাতালে নিয়ে যান। চুয়াডাঙ্গা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তার প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষা দিয়ে হাসপাতালে ভর্তি রাখেন।

প‌রে তার অবস্থার অবনতি হলে ১৬ ফেব্রুয়ারী রাত ৩ টার দি‌তে রাজশাহী মেডিকেলে রেফার্ড করেন এবং রাজশাহী মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় আজ শ‌নিবার ২৪ ফেব্রুয়ারী ভোর সা‌ড়ে ৫ দি‌কে তু‌হিন ইমরান মৃত্যুবরণ করেন। মৃতের লাশ বর্তমানে রাজশাহী মেডিকেলে আছে।

নবান্ন টিভি/ শামসু‌জ্জেহা পলাশ

সংবাদটি শেয়ার করুন

এই রকম আরো কিছু জনপ্রিয় সংবাদ

© All rights reserved © 2023 nobannotv.com
Design & Development By Hostitbd.Com