দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কেন্দ্র কমিটি গঠনের লক্ষ্যে ঠাকুরগাঁওয়ে আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩০ আগস্ট) সন্ধ্যায় ঠাকুরগাঁও সদর উপজেলা আওয়ামী লীগের জামালপুর ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে দলীয় কার্যালয়ে বর্ধিত সভাটি হয়েছে।
জামালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব এসএম এমদাদুল হকের সভাপতিত্বে বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন
বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য সাবেক মন্ত্রী রমেশ চন্দ্র সেন।
সভায় স্বাগত বক্তব্য দেন ঠাকুরগাঁও সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট অরুণাংশু দত্ত টিটো।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন বলেন, বাংলাদেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হলে আওয়ামী লীগ ছাড়া বিকল্প নেই।
তাই আসুন দলের নৌকা প্রতীককে বিজয়ী করার জন্য সকলে ঐক্যবদ্ধ হই।
ঐক্যবদ্ধ থাকার মধ্যে দিয়ে সকল ষড়যন্ত্র মোকাবিলা করে আওয়ামী লীগের সরকার প্রতিষ্ঠা করি।
জামালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমানের সঞ্চালনায় বর্ধিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন
ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের সভাপতি মুহাম্মদ সাদেক কুরাইশী,
সাধারণ সম্পাদক দীপক কুমার রায়।
এছাড়াও বক্তব্য দেন ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম স্বপন,
সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোশারুল ইসলাম সরকার, সহ-সভাপতি অশোক কুমার দাস, যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তফা কামাল প্রমুখ।
বর্ধিত সভায় জামালপুর ইউনিয়ন আওয়ামী লীগের নয়টি ওয়ার্ডের সভাপতি,
সাধারণ সম্পাদক ছাড়াও ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ এবং আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন।
আরও পড়ুন :