1. aoroni@nobanno.com : AORONI AKTER : AORONI AKTER
  2. aporna@gmail.com : Aporna Halder : Aporna Halder
  3. admin@hostitbd.xyz : hostitbd :
  4. admin@nobannotv.com : nobannotv.com : Nobannotv com
উন্নয়ন মেলায় পুরস্কার লাভ করায় নরসিংদী পৌর মেয়র আলহাজ আমজাদ হোসেন বাচ্চু বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে অভিন্দন — Nobanno TV
রবিবার, ২৭ এপ্রিল ২০২৫, ১২:৪৬ পূর্বাহ্ন

উন্নয়ন মেলায় পুরস্কার লাভ করায় নরসিংদী পৌর মেয়র আলহাজ আমজাদ হোসেন বাচ্চু বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে অভিন্দন

বশির আহম্মদ মোল্লা
  • আপডেট সময় : শনিবার, ৭ অক্টোবর, ২০২৩
  • ২৯০ বার পঠিত
nobannotv

উন্নয়ন মুলক কর্মকান্ডে বিশেষ অবদান রাখায় উন্নয়ন মেলায় পুরস্কার লাভ করায় নরসিংদী পৌর মেয়র আলহাজ¦ আমজাদ হোসেন বাচ্চু প্রশংসায় ভাসছে,

মেয়রকে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে নেতৃবৃন্দরা ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিন্দন জানান।

নরসিংদী পৌরসভা নির্বাহী প্রকৌশলী মো:মনিরুজ্জামান মনির জানান, নরসিংদী পৌরসভা মেয়র আলহাজ আমজাদ হোসেন বাচ্চুর নেতৃত্বে

নরসিংদী পৌরসভা বিভিন্ন উন্নয়ন মুলক কর্মকান্ডে ব্যাপক অবদানের জন্য মেলায় পুরস্কার লাভ করায় বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ভূয়ষি প্রশংসা অর্জন করেছেন।

পৌর মেয়র দিন-রাত অকান্ত পরিশ্রম করে ব্যাপক উন্নয়ন মুলক কর্মকান্ডের মাধ্যমে বাস যোগ্য মায়াময় নান্দনিক নরসিংদী পৌরসভার রূপ দিয়ে বিরাট সুনাম অর্জন করেন

পাশাপাশি পৌরবাসীর কাছে সৎ যোগ্য মেয়র হিসেবে অন্যরকম আস্থা অর্জন করেন।

তিনি আরো জানান, নরসিংদী পৌরসভা মেয়র আলহাজ  আমজাদ হোসেন বাচ্চুর নেতৃত্বে সিআরডিপি,রাজস্ব,

কভিড এর অর্থ্যায়নে কয়েক কোটি টাকার ৩টি বড় রাস্তা সহ নরসিংদী পৌরসভা বিভিন্ন উন্নয়ন মুলক কর্মকান্ডে ব্যাপক অবদান রাখায়

প্রশংসায় ভাসছে আলহাজ আমজাদ হোসেন বাচ্চু।

খানা মোড় থেকে মালাকার মোড় হয়ে ব্র্রাহ্মণদী মোড় পর্যন্ত,খালপাড় থেকে মালাকার মোড় পযর্ন্ত,

খালপাড় জলিল সাহেব এর বাড়ী পযর্ন্ত অত্যাধনিক হট মিক্স প্লান মেশিনের হতে মালামাল সংগ্রহ করে

হাইডুলিক পেভার মেশিনের মাধ্যমে রাস্তার কাজ সম্পূর্ণ করা হয়।

 

এছাড়া নরসিংদী সরকারী কলেজে বঙ্গবন্ধুর মুড়াল,নরসিংদী জজকোর্ট বঙ্গবন্ধুর মুড়াল,

নরসিংদী প্রেসক্লাবে নান্দনীক বঙ্গবন্ধুর মুড়াল নির্মান করে অন্যরকম দৃষ্টান্ত স্থাপন করেন।

সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে এ বারের উন্নয়ন মেলায় পুরস্কার লাভ করায় বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে

পৌরসভা মেয়র ও শহর আওয়ামী লীগের সাধারন সম্পাদক আলহাজ আমজাদ হোসেন বাচ্চুকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

 

নরসিংদী পৌর মেয়র আমজাদ হোসেন বাচ্চু বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা না থাকলে দেশে এতো উন্নয়ন সম্ভব ছিল না।

 

তার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার দেশে ব্যাপক উন্নয়নমূলক কাজ করে মানুষের আস্থা অর্জন করেছে।

চলমান উন্নয়ন অব্যাহত রাখতে চাইলে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের বিজয় সুনিশ্চিত করতে হবে।

অপশক্তি ক্ষমতায় আসলে দেশে একটি অরাজকতা ও নৈরাজ্যের সৃষ্টি করবে। দেশের উন্নয়ন কর্মকান্ড বাধাগ্রস্থ করবে।

বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ এবং শেখ হাসিনার হাতে গড়া এই বাংলাদেশ অনেক পিছিয়ে যাবে।

 

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্ব ছাড়া দেশের বাকি উন্নয়নমূলক কাজ সম্পন্ন করা সম্ভব হবে না।

তিনি আরো বলেন, আমাদের নেতৃবৃন্দ সাথে নিয়ে সকল ষড়যন্ত্র মোকাবেলা করে নরসিংদী পৌরসভা থেকে মাদক,জুয়া,সন্ত্রাসী,চাঁদাবাজী,

নারী দর্শন সহ সকল প্রকার অসামাজিক কর্মকান্ড বন্ধ করে বাস যোগ্য মায়াময় নান্দনিক পৌর সভা গঠন ও ন্যায় বিচার প্রতিষ্টা করতে কাজ করা হচ্ছে।

এছাড়া নরসিংদী পৌরসভার উন্নয়নের রূপকার জাতীয় স্বর্ণপদকপ্রাপ্ত জনবন্ধু শহীদ মেয়র লোকমান হোসেন

ও মানবিক খেতাবপ্রাপ্ত পৌরসভার সাবেক সফল মেয়র,নরসিংদী-১ আসনের মনোনয়ন প্রত্যাশী, নরসিংদী জেলা আওয়ামী লীগের ১নং যুগ্ম সাধারণ সম্পাদক

ও শহর আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব কামরুজ্জামান কামরুলের স্বপ্নের শহর বাস্তবায়ন করতে দিন-রাত পরিশ্রম করে যাচ্ছি।

 

নবান্ন টিভি

সংবাদটি শেয়ার করুন

এই রকম আরো কিছু জনপ্রিয় সংবাদ

© All rights reserved © 2023 nobannotv.com
Design & Development By Hostitbd.Com