1. aoroni@nobanno.com : AORONI AKTER : AORONI AKTER
  2. admin@hostitbd.xyz : hostitbd :
  3. admin@nobannotv.com : NobannoTV : admin Nobannotv
আমার নাম ভাঙিয়ে কেউ কোন অপরাধ করলে তাকে পুলিশে সোপর্দ করুন- খান মাসুদ — Nobanno TV
সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৪৫ অপরাহ্ন

আমার নাম ভাঙিয়ে কেউ কোন অপরাধ করলে তাকে পুলিশে সোপর্দ করুন- খান মাসুদ

রিপোর্টারের নাম
  • আপডেট সময় : শুক্রবার, ৩১ মে, ২০২৪
  • ১০০ বার পঠিত

বন্দরে ইদানীং কিছু এলাকায় মারামারি ও সন্ত্রাসী কর্মকাণ্ড সংঘটিত হচ্ছে। আমার প্রতিপক্ষরা ঐ সন্ত্রাসীদের আমার লোক বলে নানাভাবে অপপ্রচার চালাচ্ছে। শুধু তাই নয় আগামীতে নারায়ণগঞ্জ মহানগর আওতাধীন বন্দরে নয়টি ওয়ার্ড নিয়ে বন্দর থানা আওয়ামীলীগের কমিটিতে আমি সাধারণ সম্পাদক পদপ্রার্থী হওয়ায় আমার প্রতিপক্ষরা নানা ষড়যন্ত্র লিপ্ত রয়েছে।

চক্রটি আমার বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ফ্যাক আইডি খুলে অপপ্রচার চালাচ্ছে, টাকার বিনিময়ে পত্রিকায় মিথ্যা তথ্য দিয়ে মনগড়া ভিত্তিহীন মানহানীকর সংবাদ প্রকাশ করাচ্ছে। আমাকে বিতর্কিত করতে সুপরিকল্পিতভাবে কৌশলে আমাদের লোকের মধ্যে প্রতিপক্ষের লোক ভিড়িয়ে দিয়ে আবার তাদের দ্বারাই অপরাধ কর্মকাণ্ড সংঘটিত করে আমার নামে বদনাম করার চেষ্টা চালাচ্ছে। তাই এলাকাবাসীদের উদ্দেশ্যে আমি বলতে চাই, আমি খান মাসুদের নাম ভাঙিয়ে যদি কেউ কোন ধরনের অপরাধ করে তাহলে তাকে ধরে পুলিশে সোপর্দ করুন। সে যদি আমার পাশে বসে থাকা লোকও হয় অপরাধ করলে তাকেও ছাড় দিবেন না। আমি কোন অপরাধীর দায়ভার নিব না,আমি রাজনীতি করি জনগণের কল্যাণে জন্য। বন্দরে সম্প্রতি ঘটে যাওয়া কিছু মারামারি ঘটনায় এলাকাবাসীকে সতর্ক থাকতে সাংবাদিকদের এক প্রেস বিজ্ঞপ্তিতে বন্দর থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী খান মাসুদ এ তথ্য জানান।

 

নবান্ন টিভি

সংবাদটি শেয়ার করুন

এই রকম আরো কিছু জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2023 nobannotv.com
Design & Development By Hostitbd.Com