1. aoroni@nobanno.com : AORONI AKTER : AORONI AKTER
  2. aporna@gmail.com : Aporna Halder : Aporna Halder
  3. admin@hostitbd.xyz : hostitbd :
  4. admin@nobannotv.com : nobannotv.com : Nobannotv com
৪৮ জন উচ্চশিক্ষার্থীকে পিএমএফ দিয়েছেন প্রধানমন্ত্রী — Nobanno TV
বুধবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৫, ০৩:৫২ অপরাহ্ন

৪৮ জন উচ্চশিক্ষার্থীকে পিএমএফ দিয়েছেন প্রধানমন্ত্রী

নবান্ন
  • আপডেট সময় : রবিবার, ৯ জুলাই, ২০২৩
  • ১৯৮ বার পঠিত
পিএমএফ

বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলো থেকে ২০২৩-২৪ শিক্ষাবর্ষে ডিগ্রি অর্জনের জন্য ৪৮ জন উচ্চশিক্ষার্থীকে ফেলোশিপ (পিএমএফ) দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার (৯ জুলাই) প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে ৩৮ জনকে মাস্টার্স ও ১০ জনকে পিএইচডি পিএমএফ প্রদান করা হয়।

অনুষ্ঠানে বক্তব্য দেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন ও প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া।

সব খাতে সম্পদের সক্ষমতা উন্নয়ন ঘটাতে ২০১৮ সালে প্রধানমন্ত্রী এই পিএমএফ চালু করেন।

উচ্চশিক্ষা অর্জনে এখন পর্যন্ত বিশ্বমানের বিশ্ববিদ্যালয়ে পড়ার জন্যে ২৭৭ জনকে মাস্টার্স এবং ১০৮ জন পিএইচডি ফেলোকে এই বৃত্তি দেয়া হয়েছে।

এই বৃত্তি পেতে হলে প্রত্যেক আবেদনকারীকে নিজ যোগ্যতায় বিশ্বের ১০০ র‌্যাঙ্কিংয়ের মধ্যে থাকা যে কোনো একটি বিশ্ববিদ্যালয়ে ভর্তি নিশ্চিত করতে হয়।

ভর্তি নিশ্চিত হওয়ার পর প্রধানমন্ত্রীর কার্যালয়ের গভর্ন্যান্স ইনোভেশন ইউনিট (জিআইইউ)-এর আওতায় বৃত্তির জন্য আবেদন করতে হয়।

সরকারি কর্মকর্তা বিসিএস ও নন বিসিএস এবং বেসরকারি প্রার্থী–এই তিন ভাগে বৃত্তিটি প্রদান করা হচ্ছে।

আরও পড়ুন :

নবান্ন টিভি

সংবাদটি শেয়ার করুন

এই রকম আরো কিছু জনপ্রিয় সংবাদ

© All rights reserved © 2023 nobannotv.com
Design & Development By Hostitbd.Com