মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার পুনর্নিরীক্ষণ বা খাতা চ্যালেঞ্জ করার আবেদনের ফল সোমবার (২৮ আগস্ট) প্রকাশ করা হবে।
৯টি সাধারণ শিক্ষাবোর্ড, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাবোর্ডের ফল এদিন দুপুরের পর একযোগে প্রকাশ করা হবে।
আন্তঃশিক্ষা বোর্ডর সমন্বয়ক ও ঢাকা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর তপন কুমার সরকার সংবাদ মাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী সোমবার এসএসসির খাতা পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ করা হবে।
সে জন্য সব ধরনের প্রস্তুতি শেষ হয়েছে। সব বোর্ডে ফল একসঙ্গে প্রকাশ করা হবে।
বোর্ডগুলো নিজ নিজ ব্যবস্থাপনায় আবেদন করা খাতা পুনর্নিরীক্ষণের কাজ করছে।
প্রফেসর তপন কুমার সরকার আরও জানান, ঢাকা বোর্ডের ৭৩ হাজার শিক্ষার্থী এসএসসির বিভিন্ন বিষয়ে এক লাখ ৯১ হাজারটির বেশি খাতা পুনর্নিরীক্ষণের আবেদন করেছে।
এদিকে একাদশে ভর্তির প্রথম ধাপের আবেদন গ্রহণ শেষ হলেও আগামী বৃহস্পতিবার (৩১ আগস্ট) খাতা পুনর্নিরীক্ষণে ফল বদলানো শিক্ষার্থীরা আবেদনের সুযোগ পাবে।
প্রায় ১৩ লাখ শিক্ষার্থী প্রথম ধাপে ভর্তির আবেদন করেছে।
গত ২৮ জুলাই সকাল সাড়ে ১০টায় অনলাইন ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলো থেকে একযোগে এসএসসি ও সমমানের ফল প্রকাশ করা হয়।
এ বছর ১১টি শিক্ষা বোর্ডে এসএসসি ও সমমান পরীক্ষায় গড় পাসের হার ৮০.৩৯ শতাংশ।
মোট পাস করেছে ১৬ লাখ ৪১ হাজার ১৪০ জন। জিপিএ-৫ (গ্রেড পয়েন্ট গড়) পেয়েছে ১ লাখ ৮৩ হাজার ৫৭৮ শিক্ষার্থী।
প্রাপ্ত ফলাফলে দেখা গেছে, এ বছর ৩ হাজার ৮১০ কেন্দ্রে মোট ২৯ হাজার ৭১৪ প্রতিষ্ঠানের শিক্ষার্থী অংশ নেয়।
এর মধ্যে শতভাগ পাস করে ২ হাজার ৩৫৪টি প্রতিষ্ঠানের পরীক্ষার্থী।
অন্যদিকে ৪৮টি প্রতিষ্ঠানের কেউ পাস করতে পারেনি।
২০২২ সালে শতভাগ পাস করা প্রতিষ্ঠানের সংখ্যা ছিল ২ হাজার ৯৭৫টি।
এ বছর ৩০ এপ্রিল এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়।
২৫ মে পরীক্ষা শেষ হওয়ার কথা থাকলেও ঘূর্ণিঝড় মোখার কারণে কুমিল্লা, যশোর, চট্টগ্রাম ও বরিশাল বোর্ডের ১৪ মে’র পরীক্ষা এবং সব বোর্ডের ১৫ মে’র পরীক্ষা স্থগিত করা হয়েছিল।
পরে ১৪ মে’র পরীক্ষা ২৭ মে এবং ১৫ মে’র পরীক্ষা ২৮ মে অনুষ্ঠিত হয়।