নেতাকর্মীদের ‘মিথ্যা মামলায় অন্যায়ভাবে সাজা দেওয়ার’ প্রতিবাদে আগামী শুক্রবার (১৫ সেপ্টেম্বর) ঢাকায় সমাবেশ করবে বিএনপি।
ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির যৌথ উদ্যোগে ওইদিন বিকেল ৩টায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই সমাবেশ অনুষ্ঠিত হবে।
রবিবার (১০ সেপ্টেম্বর) সমাবেশের অনুমতি চেয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনারের কার্যালয়ে চিঠি দেওয়া হয়েছে।
কোন ইস্যুতে এই সমাবেশ করা হবে, চিঠিতে তা উল্লেখ করা হয়নি।
এ বিষয়ে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির এক নেতা জানান,
বিএনপির নেতাকর্মীদের মিথ্যা মামলায় অন্যায়ভাবে সাজা দেওয়া হচ্ছে। এর প্রতিবাদে এই সমাবেশ হবে।
তবে এই কর্মসূচি যুগপৎ আন্দোলনের কর্মসূচি কি না, তা এখনও জানেন না এই আন্দোলনের শরিক দলের নেতারা।
রবিবার একটি মামলায় আদালতে আত্মসমর্পণ করতে গেলে আমান উল্লাহ আমানকে আদালত কারাগারে পাঠান।
এর আগে আমানের স্ত্রী সাবেরা আমানকেও কারাগারে পাঠানো হয়। আরও কয়েকটি মামলায় বিএনপির কেন্দ্রীয় নেতাদের সাজা দেওয়া হয়েছে।
এসবের প্রতিবাদে শুক্রবারের কর্মসূচি। সমাবেশ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আরও পড়ুন :