রাজপথেই তরুণরা বিজয় ছিনিয়ে আনবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু।
শনিবার (১৬ সেপ্টেম্বর) যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের উদ্যোগে রংপুর থেকে দিনাজপুর পর্যন্ত তারুণ্যের রোডমার্চ কর্মসূচির শুরুর প্রথমদিন সমাপণী বক্তব্য তিনি এ কথা বলেন।
সুলতান সালাউদ্দিন টুকু বলেন, সরকার পতনের এক দফা দাবিতে রোডমার্চের ঘোষণা দেওয়া হয়েছে।
সারা দেশের যুব ও তরুণ সমাজ জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য এতে যোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছে।
তাদের হাত ধরেই একটি অদম্য, আত্মমর্যাদাশীল, উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা হবে।
রাজপথেই তরুণদের বিজয় হবে ইনশাআল্লাহ।
তিনি বলেন, তরুণ সমাজ আমাদের পক্ষে আছে। সবাইকে আন্দোলনের সঙ্গে থাকতে হবে।
এই দুইটা মাস মানুষের জন্য সেক্রিফাইস করতে হবে। জীবনের বিনিময়ে অধিকার ফিরিয়ে আনব। বিজয় সুনিশ্চিত।
টুকু আরও বলেন, সরকার মেরে, গুম ও খুন করে ক্ষমতায় থাকতে চায়। তবে তাদের সময় শেষ, ডেট এক্সপায়ার্ড হয়ে গেছে। তাদের বিদায় নিতে হবে।
কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির রংপুর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক,
স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী, ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি রাশেদ ইকবাল খান, যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিল্টন,
স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজিব আহসান, ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল, কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি রুহুল আমিন আকিল,
দীপু সরকার, যুবদল রংপুর বিভাগীয় সহ-সভাপতি নাজমুল আলম নাজু, যুগ্ম সাধারণ সম্পাদক কামাল আনোয়ার, ইয়াসিন ফেরদৌস মুরাদ,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক মিয়া মোহাম্মদ রাসেল, প্রচার সম্পাদক করিম সরকার, যোগাযোগ সম্পাদক গিয়াস উদ্দীন মামুন,
তথ্য ও গবেষণা সম্পাদক শফিকুল ইসলাম শফিক, কেন্দ্রীয় কমিটির সদস্য সৈয়দ শহিদুল আলম টিটু প্রমুখ।
উল্লেখ্য, রংপুর শহর থেকে যে রোডমার্চ শুরু হয়েছে, সেটি সৈয়দপুর দিয়ে দশমাইল হয়ে দিনাজপুরে গিয়ে শেষ হবে।