1. aoroni@nobanno.com : AORONI AKTER : AORONI AKTER
  2. aporna@gmail.com : Aporna Halder : Aporna Halder
  3. admin@hostitbd.xyz : hostitbd :
  4. admin@nobannotv.com : nobannotv.com : Nobannotv com
রাজধানীতে আজ কালো পতাকা গণমিছিল করবে বিএনপি — Nobanno TV
সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ০৩:০৭ অপরাহ্ন

রাজধানীতে আজ কালো পতাকা গণমিছিল করবে বিএনপি

নবান্ন
  • আপডেট সময় : শুক্রবার, ২৫ আগস্ট, ২০২৩
  • ১৫৬ বার পঠিত
রাজধানীতে আজ কালো পতাকা গণমিছিল করবে বিএনপি

সরকারের পদত্যাগসহ নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের একদফা দাবিতে রাজধানীতে কালো পতাকা গণমিছিল কর্মসূচি পালন করবে বিএনপি।

আজ (শুক্রবার) বিকাল ৩টায় ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির উদ্যোগে দুটি স্থান থেকে কর্মসূচি শুরু হবে।

 

এতে প্রতিটি থানা ও ওয়ার্ড থেকে নেতাকর্মীরা অংশ নেবেন। সব পর্যায়ের নেতাকর্মীর অংশগ্রহণ নিশ্চিত করতে দায়িত্বও ভাগ করে দেওয়া হয়েছে।

একই দাবিতে কালো পতাকা মিছিল করবে বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে থাকা সমমনা রাজনৈতিক দল ও জোট।

এছাড়া একই দাবিতে আগামীকাল ঢাকা ছাড়া সব সাংগঠনিক মহানগরে কালো পতাকা গণমিছিল কর্মসূচি পালন করবে বিএনপি।

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে কালো পতাকা মিছিল নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে দয়াগঞ্জ গিয়ে শেষ হবে।

এতে নেতৃত্ব দেবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। ঢাকা মহানগর উত্তর বিএনপির উদ্যোগে শ্যামলী রিং রোড থেকে কালো পতাকা মিছিল শুরু হবে।

শিয়া মসজিদ হয়ে মোহাম্মদপুর বাসস্টেশন গিয়ে শেষ হবে। এতে নেতৃত্ব দেবেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।

একদফা দাবিতে রাজধানীতে বিকাল ৪টায় গণতন্ত্রমঞ্চের উদ্যোগে গণমিছিল শাহবাগ মোড় থেকে শুরু করে এলিফ্যান্ট রোড হয়ে নিউমার্কেটে গিয়ে শেষ হবে।

বিকাল ৩টায় বিজয়নগর থেকে মিছিল শুরু করবে ১২ দলীয় জোট।

 

একই সময়ে পুরানা পল্টন আলরাজী কমপ্লেক্সের সামনে থেকে মিছিল শুরু করবে জাতীয়তাবাদী সমমনা জোট,

কাওরান বাজার এফডিসিসংলগ্ন কেন্দ্রীয় কার্যালয় থেকে শুরু করবে লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)।

এছাড়াও কালো পতাকা মিছিল করবে বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি), গণঅধিকার পরিষদ (দুই অংশ),

গণফোরাম ও পিপলস পার্টি, জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম), লেবার পার্টিসহ সমমনা রাজনৈতিক দলগুলো।

একদফা দাবির প্রতি সমর্থন জানিয়ে এদিন প্রতিবাদী অবস্থান ও বিক্ষোভ করবে আমার বাংলাদেশ পার্টিও (এবি পার্টি)।

 

আরও পড়ুন :

নবান্ন টিভি

সংবাদটি শেয়ার করুন

এই রকম আরো কিছু জনপ্রিয় সংবাদ

© All rights reserved © 2023 nobannotv.com
Design & Development By Hostitbd.Com