চিকিৎসা শেষে সিঙ্গাপুর থেকে দেশে ফিরছেন বিএনপির মহাসচিব ইসলাম আলমগীর।
শনিবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা ১০ মিনিটে স্ত্রী রাহাত আরা বেগমসহ শাহজালাল বিমানবন্দরে পৌঁছান মির্জা ফখরুল।
২৪ আগস্ট চিকিৎসার জন্য সিঙ্গাপুরে যান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার সঙ্গে ছিলেন স্ত্রী রাহাত আরা বেগমও।
দুজনেই নানা শারীরিক সমস্যায় ভুগছেন।
এর আগে সিঙ্গাপুরে চিকিৎসার বিষয়ে তিনি জানা বলেন, বেশ কয়েকটি মেডিকেল পরীক্ষা-নিরীক্ষা ছিলো, সেগুলো করিয়েছি।
রিপোটও আল্লাহর রহমতে ভালো। তবে আমি যে ওষুধগুলো খেতাম সেখানে কিছু পরিবতন এসেছে।
মির্জা ফখরুল এর আগেও সিঙ্গাপুরে চিকিৎসা নিয়েছেন। সবশেষ ২০২৩ সালের ১০ ফেব্রুয়ারি তিনি সিঙ্গাপুরে গিয়েছিলেন।
২০১৫ সালে কারাবন্দি অবস্থায় তার ঘাড়ের ইন্টারন্যাল ক্যারোটিড আর্টারিতে ব্লক ধরা পড়লে মুক্তির পর সিঙ্গাপুর গিয়ে চিকিৎসা করার।
এরপর প্রতিবছরই ফলোআপ চিকিৎসার জন্য তিনি সিঙ্গাপুর যান।
আরও পড়ুন :