বৃষ্টি উপেক্ষা করে শরীয়তপুর অভিমুখে যাত্রা শুরু করেছে বিএনপির পূর্বঘোষিত ফরিদপুর বিভাগীয় রোডমার্চ।
এই রোডমার্চের যাত্রাপথে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে জেলে বন্দি রাখা হয়েছে- এমন এক প্রতীকী সাজ দেখা গেছে।
রোডমার্চে বিএনপির অসংখ্য নেতাকর্মী বিভিন্ন সাজে অংশ নেন। কেউ কৃষকের সাজে, কেউ বুকে একদফার দাবি লিখে।
এমন এক ভিন্ন সাজে এসেছে চতুর্থ শ্রেণির শিক্ষার্থী মাশফিয়া। এই শিশুটি এসেছে বিএনপি চেয়ারপরসন খালেদা জিয়ার সাজে।
খালেদা জিয়া জেলে বন্দি রয়েছেন, এমন সাজে সেজেছে মাশফিয়া।
মাশফিয়াকে দেখতে গাড়ি বহর থামাচ্ছেন অনেকেই। অনেকে তার সঙ্গে সেলফি তুলছেন।
মাশফিয়াও তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করছেন। কখনো হাত নাড়িয়ে, কখনো দাড়িয়ে উৎসুক জনতাকে স্বাগত জানাচ্ছে সে।
সরকারের পদত্যাগ ও সংসদ বাতিল করে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন
এবং দলের চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তিসহ বিদেশে উন্নত চিকিৎসার একদফা দাবিতে
যুগপৎ আন্দোলনের কর্মসূচি হিসেবে ফরিদপুরে বিভাগীয় এই রোডমার্চ করছে বিএনপি।
এদিন সকাল থেকেই আশপাশের এলাকা থেকে মিছিল নিয়ে সভাস্থলে আসতে থাকেন দলটির নেতাকর্মীরা।
মোটরসাইকেল, ট্রাক, পিকআপ, ব্যক্তিগত গাড়িতে হাজারো কর্মী এসে জড়ো হন সভায়।
মিছিলে, স্লোগানে মুখর হয়ে উঠে রাজবাড়ীর গোয়ালন্দ মোড়। অংশ নেন বিএনপির কেন্দ্রীয় নেতারা।
এসময় বিএনপির নেতারা অভিযোগ করেন, সরকার আবারও একতরফা নির্বাচনের পাঁয়তারা করছে।
তবে এবার আর কোন দলীয় সরকারের অধীনে নির্বাচন হতে দেয়া হবেনা বলেও হুঁশিয়ারি করেন তারা।
বেগম জিয়ার মুক্তি ও সরকার পতন না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ারও ঘোষণা দেন দলটির নেতারা।