1. aoroni@nobanno.com : AORONI AKTER : AORONI AKTER
  2. aporna@gmail.com : Aporna Halder : Aporna Halder
  3. admin@hostitbd.xyz : hostitbd :
  4. admin@nobannotv.com : nobannotv.com : Nobannotv com
‘পুলিশের অতর্কিতে হামলার’ নিন্দা জানিয়েছেন মির্জা ফখরুল — Nobanno TV
বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৫, ০৪:০০ অপরাহ্ন

‘পুলিশের অতর্কিতে হামলার’ নিন্দা জানিয়েছেন মির্জা ফখরুল

নবান্ন
  • আপডেট সময় : মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৩৬ বার পঠিত
‘পুলিশের অতর্কিতে হামলার’ নিন্দা জানিয়েছেন মির্জা ফখরুল

সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে বিএনপিপন্থি আইনজীবীদের মিছিলে ‘পুলিশের অতর্কিতে হামলার’ নিন্দা জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, দেশ এখন ভয়াবহ দুঃশাসনের যাঁতাকলে পিষ্ট। আজ আদালত প্রাঙ্গণে বিএনপিপন্থি দেশের বিশিষ্ট আইনজীবীদের শান্তিপূর্ণ মিছিলের ওপর

সরকারি মদদে পুলিশ হামলা চালিয়ে আবারও এক ঘৃণ্য দৃষ্টান্ত স্থাপন করল।

মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) বিকেলে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতি মির্জা ফখরুল বলেন, হামলা চালিয়ে ৩০-৪০ জন আইনজীবীকে গুরুতর আহত করা হয়েছে।

আইনকে হাতের মুঠোয় নিয়ে পুলিশ বাহিনী দেশটাকে এখন রক্তাক্ত জনপদে পরিণত করেছে। সরকারের বিরুদ্ধে

প্রতিবাদী আইনজীবীদের ওপর নগ্ন হামলায় অবৈধ সরকার এক অশুভ বার্তা জানান দিল।

 

তিনি আরও বলেন, আজ পুলিশের এই হামলার মধ্য দিয়ে অবৈধ সরকারের এক হিংস্র আগ্রাসনের আরও একটি রূপের বহিঃপ্রকাশ ঘটল।

সরকারের পায়ের তল থেকে মাটি সরে গেছে। জনসমর্থনহীন এই সরকার হিতাহিত—বিবেচনাহীন।

অন্তহীন ক্ষমতালিপ্সার জন্য এরা জনগণের বদলে সন্ত্রাসেই ভরসা করছে বেশি। তাই গুন্ডামির এই নতুন রূপ দুঃশাসনকে টিকিয়ে রাখার ইঙ্গিতবহ।

আদালত প্রাঙ্গণেই যদি দেশের আইনজীবীদের ওপর হামলা হয় তাহলে অন্যত্র কী পরিস্থিতি হতে পারে, সেই ভাবনা দেশবাসীকে উদ্বিগ্ন করে তুলেছে।

 

তিনি বলেন, পুলিশ এখন শুধুমাত্র বিএনপিসহ বিরোধী দলীয় নেতাকর্মীর নয়, তারা এখন টার্গেট করেছে বিএনপিপন্থি আইনজীবীদেরও।

তাদের কণ্ঠে প্রতিবাদী আওয়াজ উচ্চারিত হয়, আর এতে অবৈধ সরকারের ভিত্তি নড়ে ওঠে বলেই আজ আদালত প্রাঙ্গণে আইনজীবীদের ওপর বর্বরোচিত হামলা চালানো হয়েছে।

এই হামলা পূর্ব—পরিকল্পিত এবং সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে আশকারা দেওয়া হয়েছে।

 

নবান্ন টিভি

সংবাদটি শেয়ার করুন

এই রকম আরো কিছু জনপ্রিয় সংবাদ

© All rights reserved © 2023 nobannotv.com
Design & Development By Hostitbd.Com