1. aoroni@nobanno.com : AORONI AKTER : AORONI AKTER
  2. aporna@gmail.com : Aporna Halder : Aporna Halder
  3. admin@hostitbd.xyz : hostitbd :
  4. admin@nobannotv.com : nobannotv.com : Nobannotv com
বালাজির মন্দিরে পূজা দিলেন শাহরুখ খান — Nobanno TV
বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৫, ১২:০৫ পূর্বাহ্ন

বালাজির মন্দিরে পূজা দিলেন শাহরুখ খান

নবান্ন
  • আপডেট সময় : মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৫৯ বার পঠিত
বালাজির মন্দিরে পূজা দিলেন শাহরুখ খান

আগামী ৭ সেপ্টেম্বর বিশ্বব্যাপী মুক্তি পাচ্ছে শাহরুখ খানের ‘জাওয়ান’। এই মুহূর্তে চলছে শেষ ধাপের প্রচারণা। ঘাম ঝরাচ্ছেন শাহরুখ খান।

বিভিন্ন অঞ্চলে চষে বেড়াচ্ছেন ছবিটির দেখার আহ্বান জানাতে। যাচ্ছেন উপাসনালয়েও। কয়েকদিন আগেই বৈষ্ণোদেবী দর্শনে গিয়েছিলেন।

এবার পূজা দিলেন তিরুপতি বালাজির মন্দিরে। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।

আজ মঙ্গলবার সকালে বালাজির মন্দিরে যান শাহরুখ। সঙ্গে ছিলেন কন্যা সুহানা খান। শ্রদ্ধার সঙ্গে বালাজিকে পুজো দেন বাবা-মেয়ে।

সঙ্গে ছিলেন অভিনেত্রী নয়নতারা। কিং খানের পরনে ছিল দক্ষিণি স্টাইলের কুর্তা আর সোনালি পাড়ের উত্তরীয়।

মন্দিরের বাইরে ভক্তদের উদ্দেশে উড়ন্ত ছুড়ে দেন তিনি, শুভেচ্ছাও জানান জোড়হাতে।

‘পাঠান’ মুক্তির আগে বৈষ্ণোদেবী দর্শনে গিয়েছিলেন শাহরুখ। তবে ছবি মুক্তির আগে এই প্রথম তিরুপতি মন্দিরে গেলেন তিনি।

অনেকের মতে, শুধু তিরুপতি দর্শন নয়, দক্ষিণের ব্যবসা ধরতেই নাকি শাহরুখের এই পূজা অর্চনা।

বলিউড সূত্রে খবর, এখন পর্যন্ত ‘জাওয়ান’-এর মোট ৫,৭৭,২৫৫টি টিকিট বিক্রি হয়েছে।

হিন্দি বেল্টে 2D ফরম্যাটে ৫,২৯,৫৬৮টি টিকিট বিক্রি হয়েছে এবং আইম্যাক্সে টিকিট বিক্রির সংখ্যা ১১,৫৫৮টি।

দক্ষিণেও জমজমাট অবস্থা। তামিল এবং তেলেগু বেল্টে যথাক্রমে ১৯,৮৯৯ এবং ১৬,২৩০টি টিকিট বিক্রি হয়েছে।

এককথায় সর্বভারতীয় স্তরে রিলিজের আগেই শাহরুখের ছবি আয় মোট ১৬.৯৩ কোটি রুপি।

এ ছবিতে শাহরুখের বিপরীতে দেখা যাবে দক্ষিণি অভিনেত্রী নয়নতারাকে। এছাড়া আছেন দীপিকা পাড়ুকোন।

অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন বিজয় সেতুপতি, প্রিয়মণি, সানিয়া মালহোত্রাসহ একঝাঁক তারকা।

 

আরও পড়ুন :

নবান্ন টিভি

সংবাদটি শেয়ার করুন

এই রকম আরো কিছু জনপ্রিয় সংবাদ

© All rights reserved © 2023 nobannotv.com
Design & Development By Hostitbd.Com