সপ্তাহও পার হয়নি মহারাষ্ট্রের প্রাক্তন মন্ত্রী তথা এনসিপি নেতা বাবা সিদ্দিকীকে হত্যা করার এর মাঝেই মৃত্যুর হুমকি পেলেন বলিউড ভাইজান সালমান খান।
শুক্রবার (১৮ অক্টোবর) সকালেই মুম্বাই ট্রাফিক পুলিশের একটি হোয়াটসঅ্যাপ নম্বরে এসেছে হুমকি বার্তা। যেখানে বলিউড অভিনেতা সালমান খানের কাছ থেকে ৫ কোটি টাকা দাবি করা হয়েছে। প্রেরক হুমকি দিয়ে বলেন টাকা না দিলে বাবা সিদ্দিকীর থেকেও খারাপ হবে সালমান খানের অবস্থা’।
সেই হোয়াটসঅ্যাপ বার্তায় লেখা ছিল, ‘হালকাভাবে নেবেন না, সালমান খান যদি বেঁচে থাকতে চান এবং লরেন্স বিষ্ণোইয়ের সঙ্গে শত্রুতা শেষ করতে চান, তাহলে তাকে ৫ কোটি টাকা দিতে হবে। আর টাকা না দিলে বাবা সিদ্দিকীর থেকেও খারাপ হবে সালমান খানের অবস্থা।’
কৃষ্ণসার হরিণ হত্যার অভিযোগ রয়েছে সালমানের বিরুদ্ধে। সেই ঘটনার প্রতিশোধ স্বরূপই বিষ্ণোইয়ের দল তাকে একাধিক বার প্রাণে মারার হুমকি দিয়েছেন। কয়েক মাস আগে বলিউড তারকার বাড়ির সামনে কয়েক রাউন্ড গুলি চালানোর অভিযোগ ওঠে। এই ঘটনার নেপথ্যেও বিষ্ণোই গোষ্ঠীর হাত ছিল বলে প্রাথমিক ভাবে জানা যায়।
অন্যদিকে গত ১২ অক্টোবর মুম্বাইয়ের নিকটবর্তী বান্দ্রায় এনসিপি নেতা বাবাকে তার বিধায়ক-পুত্র জিসান সিদ্দিকীর দফতরের বাইরে গুলি করে খুন করা হয়। এই ঘটনায় পুলিশ চারজনকে গ্রেফতার করেছে।
এদিকে সালমানের জীবনের এমন অনিশ্চয়তার মাঝে গুঞ্জন উঠেছে ‘ভাইজান’-এর আগামী ছবি ‘সিকান্দার’-এর শুটিং নাকি সাময়িক ভাবে বন্ধ হয়ে যেতে পারে। যদিও অভিনেতার এক ঘনিষ্ঠ সূত্রের দাবি এমনটা হবে না। কেননা সালমানের সঙ্গে সব সময়েই নিরাপত্তারক্ষীরা রয়েছেন।অনলাইন ফিল্ম স্ট্রিমিং পরিষেবা
সূত্রের দাবি, সালমানের নিরাপত্তার কারণে ছবির শুটিং কয়েক দিনের জন্য পিছিয়ে যেতে পারে। কিন্তু তার মানে এই নয় যে এখন ছবির শুটিং বন্ধ হয়ে যাবে। শোনা যাচ্ছে, নির্মাতারা আগামী ডিসেম্বর নাগাদ ছবির শুটিং শেষ করতে চেয়েছিলেন। কিন্তু বর্তমান পরিস্থিতিতে ছবির শুটিং সম্ভবত জানুয়ারি মাস নাগাদ শেষ হবে। আগামী বছরের মার্চ মাসে মুক্তি পাবে এ আর মুরুগাদস পরিচালিত ‘সিকান্দার’।- টাইমস অব ইন্ডিয়া