1. aoroni@nobanno.com : AORONI AKTER : AORONI AKTER
  2. admin@hostitbd.xyz : hostitbd :
  3. admin@nobannotv.com : NobannoTV : admin Nobannotv
পরী-রাজের ছেলের নাম আর রাজ্য থাকছে না — Nobanno TV
রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ১১:৩০ পূর্বাহ্ন

পরী-রাজের ছেলের নাম আর রাজ্য থাকছে না

রিপোর্টারের নাম
  • আপডেট সময় : সোমবার, ৭ আগস্ট, ২০২৩
  • ২২৯ বার পঠিত
পরী

আগামী ১০ আগস্ট চিত্রনায়িকা পরী ও চিত্রনায়ক শরিফুল রাজের ছেলে শাহীম মুহাম্মদ রাজ্য এক বছরে পদার্পণ করতে চলেছে।

দিনটিকে ঘিরে পরীমণির উচ্ছ্বাসের কমতি নেই। ইতোমধ্যেই নানা পরিকল্পনাও বাস্তবায়ন শুরু করেছেন তিনি। এবার জানা গেল, ছেলের নাম বদল করেছেন পরী।

সোমবার (৭ আগস্ট) জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আবদুল আজিজ সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি প্রকাশ করেছেন। যেখানে পরীমণির ছেলেকে কোলে বসানো অবস্থায় দেখা যায়। ছবির ক্যাপশনে আজিজ লেখেন,

‘আমার কোলের পদ্মফুলের সমস্ত মনোযোগ মাইলের দিকে। বলতে পারবেন আমার কোলের পদ্মফুলের নাম কী? এত কিউট বেবি আমার জীবনে কমই দেখেছি। মাশাল্লাহ্।’

সেই পোস্ট নজর এড়ায়নি পরীমণির। মন্তব্যের ঘরে তিনি লেখেন, ‘শাহীম মুহাম্মদ পদ্ম’। সঙ্গে জুড়ে দেন ভালোবাসার চিহ্ন।

এরপর থেকেই নতুন নামে ভালোবাসার রিয়েক্ট দিচ্ছেন সাংবাদিক থেকে শুরু করে ভক্ত-শুভাকাঙ্ক্ষীরা।

বিনোদন সাংবাদিক নাজমুল আহসান তালুকদার লিখেছেন,

মায়ের দেওয়া নাম পদ্ম। ভালোবাসার চিহ্ন প্রকাশ করে সাংবাদিক রাহাত সাইফুল লেখেছেন, শাহীম মুহাম্মদ পদ্ম।

যদিও নাম পরিবর্তনের কারণ উল্লেখ করেননি পরীমণি, তারপরও নেটিজেনদের বুঝতে বাকি নেই কেন নাম পরিবর্তন করেছেন তিনি।

অনেকের ধারণা, শরিফুল রাজ-পরীমণির সংসারে টানাপোড়েন চলায় কিছুদিন ধরে যেহেতু এক ছাদের নিচে থাকছেন না তারা,

তাই নিজের পরিচয়েই ছেলেকে বড় করতে চান নায়িকা।

ফলে রাজের সঙ্গে মিলিয়ে রাখা রাজ্য বদলে ‘পদ্ম’ রেখেছেন পরী। যদিও পরী তার সন্তানকে আগে থেকেই ভালোবেসে পদ্মফুল বলে ডাকতেন। তবে আজ স্পষ্ট যে,

ছেলের নাম আর শাহীম মুহাম্মদ রাজ্য থাকছে না।

২০২১ সালে গুণী নির্মাতা গিয়াস উদ্দিন সেলিমের নির্মিত চলচ্চিত্র ‘গুণিন’-এর সেটে শরিফুল রাজ ও পরীমণির পরিচয় ও প্রেম হয়।

পরে তারা গত বছরের ১৭ অক্টোবর ঘরোয়া আয়োজনে বিয়ে করেন।

২০২২ সালের ১০ আগস্ট এই দম্পতির ঘর আলো করে আসে পুত্রসন্তান শাহীম মুহাম্মদ রাজ্য।

গেল মে মাসে ন ডরাই’খ্যাত অভিনেত্রী সুনেরাহ বিনতে কামালের সঙ্গে রাজের কিছু বিশেষ মুহূর্তের ছবি ও ভিডিও প্রকাশ্যে আসার পর জানা যায়,

ভালো যাচ্ছে না রাজ-পরীর সংসার জীবন। এরপর আলাদাভাবে রাজ ও পরীর মুখেও শোনা যায়, একসঙ্গে থাকছেন না তারা; সম্পর্কটা বিচ্ছেদের পথেই।

 

নবান্ন টিভি

সংবাদটি শেয়ার করুন

এই রকম আরো কিছু জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2023 nobannotv.com
Design & Development By Hostitbd.Com