1. aoroni@nobanno.com : AORONI AKTER : AORONI AKTER
  2. admin@hostitbd.xyz : hostitbd :
  3. admin@nobannotv.com : NobannoTV : admin Nobannotv
তৃতীয় সন্তান এর মা হলেন প্রিয়তি — Nobanno TV
রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৫০ অপরাহ্ন

তৃতীয় সন্তান এর মা হলেন প্রিয়তি

রিপোর্টারের নাম
  • আপডেট সময় : শনিবার, ৩১ আগস্ট, ২০২৪
  • ৯৭ বার পঠিত
বিশ্ব সিনেমার সম্মানজনক আসর ৭৭তম কান চলচ্চিত্র উৎসবে অন্তঃসত্ত্বা অবস্থায় অংশ নেন বাংলাদেশি বংশোদ্ভূত সাবেক মিস আয়ারল্যান্ড, মডেল ও পাইলট প্রিয়তি। প্রায় তিন মাস পর প্রিয়তির ঘর আলো করে এল তৃতীয় সন্তান। কন্যাসন্তানের মা হলেন আন্তর্জাতিক অঙ্গনে দ্যুতি ছড়ানো এই মডেল। সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমের কাছে সুখবরটি নিশ্চিত করেছেন প্রিয়তি ও তাঁর শুভাকাঙ্ক্ষীরা। সন্তানের ছবি পোস্ট করে ফেসবুকে প্রিয়তি লিখেছেন, ‘পরিচিত হয়ে নেওয়া যাক আমাদের পরিবারের নতুন সদস্য, আলিফ আবরাজ ও মৌনীরা মীমের ছোট্ট বোন লাভিশা লামের সঙ্গে।’ সন্তানের আগমনে তাঁকে অভিনন্দন ও শুভেচ্ছাবার্তা জানাচ্ছেন ভক্ত-অনুরাগীরা। জানা গেছে, ২৩ আগস্ট আয়ারল্যান্ডের ডাবলিনের একটি হাসপাতালে ফুটফুটে মেয়ের মা হয়েছেন তিনি। প্রিয়তি ও তাঁর মেয়ে দুজনেই সুস্থ আছেন। মেয়ের নাম রেখেছেন লাভিশা লাম। আলিফ আবরাজ ও মৌনীরা মীম নামের এক ছেলে ও এক মেয়ের জননীও তিনি। দুই সন্তান স্কুলে পড়ছে। ২০১৪ সালে ‘মিস আয়ারল্যান্ড’ নির্বাচিত হন বাংলাদেশি বংশোদ্ভূত মডেল, অভিনেত্রী ও পাইলট মাকসুদা আখতার প্রিয়তি। এরপর আন্তর্জাতিক বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী হয়েছেন। ৭৪তম কান চলচ্চিত্র উৎসবে পান টপ মডেলের পুরস্কার। ইনটিগ্রিটি ম্যাগাজিন আয়োজিত সেই প্রতিযোগিতায় অংশ নেন বিভিন্ন দেশের মডেলরা। মডেলিংয়ের পাশাপাশি আইরিশ সিনেমাতেও কাজ করেছেন এই মডেল। নবান্ন টিভি  

সংবাদটি শেয়ার করুন

এই রকম আরো কিছু জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2023 nobannotv.com
Design & Development By Hostitbd.Com