অভিনয়শিল্পী হিসেবে চঞ্চল চৌধুরীর কথা নতুনভাবে বলার কিছু নেই।
নাটক কিংবা সিনেমা, বিজ্ঞাপন ওয়েব সিরিজ কিংবা বিজ্ঞাপন যেখানেই স্পর্শ করেছেন সোনা ফলেছে।
এই চঞ্চল চৌধুরীকেও সামাজিকমাধ্যমে কটাক্ষ শুনতে হয়। মাঝেমধ্যে অনেকেই সোশ্যাল নেটওয়ার্কে চঞ্চল চৌধুরীকে আক্রমণ করে বসেন।
লেখেন অপমানসূচক মন্তব্যও করে বসেন। তবে এসব নিয়ে একেবারে মাথা ঘামান না দেশের জনপ্রিয় অভিনেতা।
নিজেই জানালেন সামাজিক মাধ্যমে।
বললেন, ‘কোনও অপমানই এখন আর আমার গায়ে লাগে না।
সেটা হোক সামাজিক যোগাযোগ মাধ্যমে, অথবা ব্যক্তি জীবনে।
কারণ বয়স যেমন হয়েছে, ধৈর্য্য বেড়েছে পাল্লা দিয়ে। এটা আমার দূর্বলতা নয়।’
এই পোস্টের সঙ্গে একটি ছবি পোস্ট করেছেন। কপালে ভাঁজ, চশমার আড়ালে বেশ গম্ভীর মুখে চঞ্চল বাস্তবের উল্লেখ করলেন।
বয়স হচ্ছে, হিরো হলেও তিনি এখন মধ্যবয়সী চরিত্রে অভিনয় করতেই বেশি সাবলীল।
চঞ্চলের জনপ্রিয়তাও দিনকে দিন যে বাড়ছে তা হাওয়া সিনেমা মুক্তির পরই জানা গেছে।
ভারতেও অভিনেতার হাওয়া রিলিজ করার পরই তার জনপ্রিয়তা আরও বেশি করে বোঝা গিয়েছিল।
কারাগারও বেশ পছন্দ করেছেন অনুরাগীরা।
এদিকে, দুই বাংলার সকলেই মুখিয়ে রয়েছেন মৃণাল সেনের ভূমিকায় তাকে দেখার জন্য।
এই ছবিতেই তার স্ত্রীর চরিত্রে অর্থাৎ গীতা সেনের ভূমিকায় রয়েছেন কলকাতার মনামী ঘোষ।
আরও পড়ুন :