কোভিড-১৯-এর বিরুদ্ধে ২০০ বারের বেশি টিকা নিয়েছেন এক ব্যক্তি। এই ঘটনায় বিস্মিত বিজ্ঞানীরা। খবর অনুসারে, ৬২ বছর বয়সী এক জার্মান ব্যক্তি দাবি করেছেন, তিনি ২০০ বারেরও বেশি কোভিড-১৯ ভ্যাকসিন নিয়েছেন। এটি একটি বৈজ্ঞানিক গবেষণার বিষয় হয়ে উঠেছে।
গবেষকরা এই ঘটনার প্রতিবেদন দেখে অবাক হয়েছেন এবং এখন লোকটির প্রতিরোধের প্রতিক্রিয়া নিয়ে তদন্ত করছেন।
ল্যানসেট ইনফেকশাস ডিজিজ জার্নালে প্রকাশিত এই বিশ্লেষণে পুরুষের রোগ প্রতিরোধ ক্ষমতার ওপর বারবার টিকা নেওয়ার প্রভাব দেখা হয়েছে।
‘২১৭ ডোজ নেওয়ার পরেও ভ্যাকসিনগুলি অ্যান্টিবডি তৈরি করছে এবং তার সুরক্ষা বাড়াচ্ছে বলে মনে হচ্ছে।’ ফ্রেডরিখ-আলেকজান্ডার-ইউনিভার্সিটি এরলাঙ্গেন-নুর্নবার্গ এবং মিউনিখ ও ভিয়েনার হাসপাতালের চিকিৎসকরা স্থানীয় সংবাদ প্রতিবেদন শোনার পরে এই ঘটনার প্রতি আগ্রহী হয়ে ওঠেন। তারা ওই ব্যক্তির সঙ্গে যোগাযোগ করে তাকে পরীক্ষার জন্য আমন্ত্রণ জানায়। ওই ব্যক্তিও স্বেচ্ছায় রাজি হন বলে জানা গেছে।
মাইক্রোবায়োলজি-ক্লিনিকাল মাইক্রোবায়োলজি, ইমিউনোলজি এবং হাইজিন ইনস্টিটিউটের প্রাইভেটডোজেন্ট ড. কিলিয়ান শোবার বলেছেন, আমরা সংবাদপত্রের নিবন্ধগুলির মাধ্যমে তার ঘটনা সম্পর্কে জানতে পেরেছি।