হোয়াটসঅ্যাপে আসছে অপারেটিং সিস্টেমের নতুন সংস্করণ। আর এই আপডেটের ফলে অ্যাপটির মালিকানাধীন মেটা প্রতিষ্ঠান অ্যাপল, স্যামসাং, মোটোরোলা, সনি, এলজির মতো জনপ্রিয় ব্রান্ডের প্রায় ৩৫টি মডেলের স্মার্টফোনে বন্ধ করতে যাচ্ছে এর পরিষেবা।
বুধবার (২৬ জুন) ভারতীয় সংবাদমাধ্যম ‘টাইমস নাও’-এর এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।
মোট ৩৫টি মডেলের স্মার্টফোনে শিগগিরই বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ পরিষেবা। এসব ডিভাইসে আর জনপ্রিয় মেসেজিং অ্যাপ ‘হোয়াটস অ্যাপ’ ব্যবহার করা যাবে না। অ্যাপল, স্যামসাং, মোটোরোলা, সনি, এলজির মতো জনপ্রিয় ব্রান্ডের নামও আছে এই তালিকায়।
মূলত অ্যাপের সামগ্রিক সেবা উন্নত করতে এবং নিরাপত্তা বাড়াতে এই পদক্ষেপ নেয়া হয়েছে বলে জানায় মালিকানাধীন প্রতিষ্ঠান মেটা। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, হোয়াটসঅ্যাপের সবশেষ ফিচারগুলো ব্যবহারের জন্য যে সিস্টেম দরকার, তা এই ফোনগুলোতে নেই।
যে সব ফোনে চলবে না হোয়াটসঅ্যাপ