রাজধানীর বাজারে তিন দিনের ব্যবধানে ব্রয়লার ও সোনালি মুরগির দাম বেড়েছে কেজিপ্রতি ৩০–৪০ টাকা। ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) হিসাব এবং গতকাল শনিবার রাজধানীর একাধিক বাজারে ঘুরে এমন চিত্র পাওয়া গেছে।
টিসিবির হিসাবে দেখা গেছে, রাজধানীতে ১৮ ডিসেম্বর ব্রয়লার মুরগি বিক্রি হয়েছে ১৭০ থেকে ২০০ টাকা কেজিতে। গতকাল রাজধানীর কারওয়ান বাজার ঘুরে দেখা যায়, ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ২০০ থেকে ২১০ টাকা কেজিতে। আর সোনালি মুরগি মানভেদে প্রতি কেজি ৩২০ থেকে ৩৪০ টাকায় বিক্রি হচ্ছে। মিরপুর–১২ নম্বর বাজার ঘুরে দেখা যায়, সেখানে সোনালি মুরগি বিক্রি হচ্ছে ৩৫০ টাকা কেজি দরে।
ক্রেতা ও বিক্রেতারা বলছেন, তিন দিন আগেও ব্রয়লার ১৭০–১৮০ টাকা দরে এবং সোনালি মুরগি ২৮০–৩০০ টাকা দরে বিক্রি হয়েছে।
কারওয়ান বাজারের একটি দোকান থেকে ২০০ টাকা দরে দেড় কেজির কিছু বেশি ওজনের একটি ব্রয়লার মুরগি কেনেন এ এস এম সায়েম। রাজধানীর নাখালপাড়ার এই ব্যবসায়ী বলেন, তিন দিন আগেও তিনি কারওয়ান বাজার থেকে ১৮০ টাকা কেজিতে ব্রয়লার কিনেছেন। আজকে এসে দেখছেন ২০০–২১০ টাকা কেজিতে ব্রয়লার বিক্রি করা হচ্ছে।
অজুহাত দেখিয়ে ব্যবসায়ীদের হঠাৎ করে মুরগির দাম বাড়িয়ে দেওয়া অযৌক্তিক উল্লেখ করে এ এস এম সায়েম বলেন, দাম বাড়লেও কেজিপ্রতি ৫ থেকে ১০ টাকা বাড়তে পারে, হঠাৎ করে ৩০–৪০ টাকা বাড়া অযৌক্তিক। সরকারের উচিত যারা অজুহাত পেলেই দাম বাড়িয়ে দেয়, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া।