দেশের বাজারে রাতারাতি বেড়ে গেছে লেবুর দাম। প্রতি হালি বিক্রি হচ্ছে ৬০-৮০ টাকায়। তবে কোনভাবেই লেবুর হালি ৪০ টাকার বেশি হওয়ার কথা নয় বলে জানিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু।
সোমবার (১১ মার্চ) শান্তিনগর বাজারের ব্যবসায়ীদের সঙ্গে আমিনবাগ কো-অপারটিভ মার্কেট সোসাইটি লিমিটেডের সভাকক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় এ কথা বলেন বাণিজ্য প্রতিমন্ত্রী।
তিনি বলেন, উৎপাদন থেকে ভোক্তা পর্যন্ত লেবুর দাম কত হবে তা সমন্বয়ে কাজ চলছে। তবে বাজারে লেবুর হালির সর্বোচ্চ দাম হওয়া উচিত ৪০ টাকা।
বাজারের সমস্যা সমাধানের কাজ চলছে জানিয়ে তিনি বলেন, শিগগিরই এর সুফল মানুষ পাবে। আগামীকালের মধ্যে বাজারে দৃশ্যমান পরিবর্তন আসবে।
ট্রেড লাইসেন্স ছাড়া কোনো মৌসুমি ব্যবসায়ীকে ব্যবসা করতে দেয়া হবে না বলেও জানান বাণিজ্য প্রতিমন্ত্রী। তিনি বলেন, ট্রেড লাইসেন্স ছাড়া কোনো বাজারে পণ্যে বিক্রি হবে না। কৃষি মন্ত্রণালয়ের উদ্যোগে উৎপাদন থেকে কারা পণ্যের ডিলার হবে তা নির্ধারণ করে দেয়া হবে।
প্রতিমন্ত্রী বলেন, বড় বড় আড়তদার ও ব্যবসায়ীদের সাপ্লাই চেইন রাতারাতি ভেঙে দেয়া সম্ভব না। তবে বিকল্প ব্যবস্থার কাজ চলছে, তা হয়ে গেলে অসাধু সাপ্লাই চেইন ভেঙে দেয়া হবে।
বাজারে শৃঙ্খলা আনার আশা প্রকাশ করে আহসানুল ইসলাম বলেন,
উৎপাদন থেকে ভোক্তা ও আমদানি থেকে ভোক্তা, কোন স্থানে গলদ তা বের করার চেষ্টা চলছে। আমদানি করে পণ্য আসাতে ৩ মাস সময় লাগে। তবে দাম ঠিক করে দেয়া পণ্যের দাম কমানো না হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
ভোজ্যতেল ও চিনি প্রসঙ্গে বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন, তেলের দাম ১৬৩ টাকা ও চিনির দাম ১৪০ টাকার বেশি বিক্রি হলে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের হটলাইনে কল দিয়ে বললে ব্যবস্থা নেয়া হবে। পাশাপাশি যেসব তেলের মিল এখনো বাজারে তেল সরবরাহ করেনি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।