1. aoroni@nobanno.com : AORONI AKTER : AORONI AKTER
  2. aporna@gmail.com : Aporna Halder : Aporna Halder
  3. admin@hostitbd.xyz : hostitbd :
  4. admin@nobannotv.com : nobannotv.com : Nobannotv com
কমেছে দেশের সার্বিক মূল্যস্ফীতি — Nobanno TV
বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ০১:২২ পূর্বাহ্ন

কমেছে দেশের সার্বিক মূল্যস্ফীতি

রিপোর্টারের নাম
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৭ মার্চ, ২০২৪
  • ৮০ বার পঠিত

চলতি বছরের ফেব্রুয়ারিতে  দেশের  সার্বিক মূল্যস্ফীতি কমেছে শূন্য দশমিক ১৯ শতাংশ। আর সার্বিক খাদ্যমূল্যস্ফীতি কমেছে শূন্য দশমিক ১২ শতাংশ।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) প্রকাশিত পরিসংখ্যান থেকে এ তথ্য জানা গেছে।

তথ্যানুযায়ী, ফেব্রুয়ারিতে দেশের সার্বিক মূল্যস্ফীতি কমে ৯ দশমিক ৬৭ শতাংশ হয়েছে, গত জানুয়ারিতে যেটি ছিল ৯ দশমিক ৮৬ শতাংশ।

দেশে হঠাৎ বেড়ে যাওয়া খাদ্যমূল্যস্ফীতিও কমেছে ফেব্রুয়ারিতে। এ মাসে সার্বিক খাদ্যমূল্যস্ফীতি হয়েছে ৯ দশমিক ৪৪ শতাংশ। জানুয়ারিতে যেটি ছিল ৯ দশমিক ৫৬ শতাংশ।

এছাড়া জানুয়ারিতে সার্বিক খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি ৯ দশমিক ৪২ শতাংশ থাকলেও ফেব্রুয়ারিতে সেটি কমে ৯ দশমিক ৩৩ শতাংশে দাঁড়িয়েছে।

এদিকে শহরের তুলনায় গ্রামের মূল্যস্ফীতি কিছুটা কমেছে। ফেব্রুয়ারিতে গ্রামের মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ৯ দশমিক ৪৮ শতাংশে, যেখানে শহরের মূল্যস্ফীতি ৯ দশমিক ৮৮ শতাংশ। গত জানুয়ারিতে যা ছিল যথাক্রমে ৯ দশমিক ৭০ শতাংশ ও ৯ দশমিক ৯৯ শতাংশ।

উল্লেখ্য, চলতি বছর মূল্যস্ফীতি সাড়ে ৬ শতাংশের মধ্যে রাখার লক্ষ্য রয়েছে বাংলাদেশ ব্যাংকের।

 

নবান্ন টিভি

সংবাদটি শেয়ার করুন

এই রকম আরো কিছু জনপ্রিয় সংবাদ

© All rights reserved © 2023 nobannotv.com
Design & Development By Hostitbd.Com