1. aoroni@nobanno.com : AORONI AKTER : AORONI AKTER
  2. aporna@gmail.com : Aporna Halder : Aporna Halder
  3. admin@hostitbd.xyz : hostitbd :
  4. admin@nobannotv.com : nobannotv.com : Nobannotv com
হাজার মানুষের ভালবাসায় শিক্ত জনন্দীত নরসিংদীর সিভিল সার্জন ডাঃ সৈয়দ মোঃ আমিরুল — Nobanno TV
মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ১২:৫৭ অপরাহ্ন

হাজার মানুষের ভালবাসায় শিক্ত জনন্দীত নরসিংদীর সিভিল সার্জন ডাঃ সৈয়দ মোঃ আমিরুল

রিপোর্টারের নাম
  • আপডেট সময় : শুক্রবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৪
  • ৪৭ বার পঠিত

নরসিংদী বাসীর প্রানের মানুষ হাজার হাজার মানুষের ভালবাসায় শিক্ত জনন্দীত নবাগত নরসিংদীর সিভিল সার্জন অত্যন্ত মেধাবী, বিনয়ী,লেখক, গবেষক সৎ যোগ্য,সাদা মনের মানুষ বহুগুনের অধিকারী সফল ডাঃ সৈয়দ মোঃ আমিরুল হক শামীম।

গতবুধবার থেকে প্রতিদিন ডাঃ সৈয়দ মোঃ আমিরুল হক শামীমকে ফুল দিয়ে বরণ করেছেন নরসিংদী জেলা বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দরা। জানাগেছে,রাস্ট্রপতির আদেশক্রমে ্#৩৯;স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়্#৩৯;-এর স্বাস্থ্য সেবা বিভাগের সিনিয়র সহকারী সচিব মোঃ আবু রায়হান দোলন কর্তৃক ১০/৯/২০২৪ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে পদায়িত হয়ে ১১/৯/২০২৪ গত বুধবার নরসিংদীতে সিভিল সার্জন হিসেবে যোগদান করেছেন ডাঃ সৈয়দ মোঃ আমিরুল হক শামীম। এর আগে তিনি ফলতার সাথে গাজীপুরের  শহীদ আহসান উল্ল্যাহ মাস্টার নারেল হাসপাতালে সহকারী পরিচালকের দায়িত্ব পালন রছিলেন।

নরসিংদীর রায়পুরার কৃতি সন্তান কর্মজীবনে নরসিংদী সদর হাসপাতালে দীর্ঘ সময় কৃতিত্বের সাথে আবাসিক চিকিৎসক হিসেবে দায়িত্ব পালন করে সৎ ও যোগ্য সফল মানবিক মানুষ হিসেবে সারা দেশে বিরাট সুনাম অর্জন করে দক্ষ ডাইনামিক কর্মকর্তা হিসেবে অন্যরকম দৃষ্টান্ত স্থাপন করেছেন ডাঃ সৈয়দ মোঃ আমিরুল
হক শামীম । তাকে নরসিংদী বাসী আবার পেয়ে আবেগ আপ্লুধ হয়ে প্রতিদিন বিভিন্ন পেশার অসংখ্য ভালবাসার মানুষ গুলো ফুল শ্রদ্ধা জানাতে ভিড় করছেন।
তিনি সিভিল সার্জন হিসেবে যোগদান করায় তাকে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

তিনি যোগদানের পর নরসিংদীতে চিকিৎসা সেবায় হয়রানী ও দূর্নীতি মুক্ত
করতে সক্ষম হবে। নরসিংদী প্রেসক্লাব সভাপতি নুরুল ইসলাম ও সেক্রেটারী মোবারক হোসেন,নরসিংদী জেলা বিএনপির যুগ্ম আহবায়ক নরসিংদী শহর বিএনপির সভাপতি
গোলাম কবীর কামাল ও সেক্রেটারী ফারুক উদ্দিন ভুইয়া, রায়পুরা উপজেলা বিএনপির সাধিারন সম্পাদক আব্দুর রহমান খোকন, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও জেলা
যুবদলের সভাপতি বার বার কারা বরনকারী নেতা মো: মহসিন হোসেন বিদুৎ, নরসিংদী জেলা বিএনপির সদস্য শাহাজান মল্লিক, রায়পুরা উপজেলা বিএনপির সহসভাপতি
ফখরুল আলম ও যুব বিষয়ক সম্পাদক কাজী আসাদুর রহমান মিলন, জেলা যুবদলের সহসভাপতি আলমগীর হোসেন ও সহসভাপতি মাহমুদ হোসেন সুমন।

নবান্ন টিভি / বশির আহম্মদ মোল্লা

সংবাদটি শেয়ার করুন

এই রকম আরো কিছু জনপ্রিয় সংবাদ

© All rights reserved © 2023 nobannotv.com
Design & Development By Hostitbd.Com