সাতক্ষীরার ভোমরা সীমান্ত থেকে ১১টি স্বর্ণেরবার সহ মোঃ জাকির হোসেন (৩১)নামে এক চোরাকারবারীকে আটক করেছে বিজিবি। শুক্রবার রাতে তাকে ভোমরার লক্ষীদাঁড়ি সীমান্ত থেকে আটক করা হয়। আটক হওয়া জাকির হোসেন লক্ষীদাড়ী এলাকার আরিজুল মোল্লার ছেলে। শুক্রবার সকালে এক প্রেসবিজ্ঞপ্তিতে এতথ্য নিশ্চিত করেন সাতক্ষীরা বিজিবি অধিনায়ক লে কর্নেল আশরাফুল হক।
তিনি জানান, লক্ষীদাড়ী এলাকা দিয়ে স্বর্ণ ভারতে পাচার হবে এমন খবর পেয়ে বিজিবির একটি দল সেখানে অভিযান চালায়। ওই সময় জাকির হোসেনকে আটককের পর তার দেহ তল্লাশী করে কোমরে গামছা দ্বারা পেঁচানো অবস্থায় ১১টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। তিনি আরো জানান,উদ্ধারকৃত স্বর্ণের ওজন ০১ কেজি ৪৮৩ গ্রাম ৮৯ মিলিগ্রাম। যার মূল্য ১,৬০,৭০,৫২৮/- (এক কোটি ষাট লক্ষ সত্তর হাজার পাঁচশত আঠাশ) টাকা।এ ঘটনায় আসামীকে সাতক্ষীরা সদর থানা হস্তান্তর করে মামলা দায়ের করা হয়েছে। এছাড়া স্বর্ণের বারগুলো সাতক্ষীরা ট্রেজারী অফিসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
নবান্ন টিভি / আব্দুর রশিদ