শনিবার ০৭ সেপ্টেম্বর, ২০২৪ শনিবার রেঞ্জ ডিআইজি’ কার্যালয়ের সম্মেলন কক্ষে রেঞ্জ ডিআইজি’র কার্যালয়ে কর্মরতদের সাথে এক মতবিনিময় সভায় অনুষ্ঠিত হয়।
এসময় রেঞ্জ ডিআইজি অত্র অফিসের অফিসার ফোর্সদের সাথে মতবিনিময় করেন। তিনি তার বক্তব্যে ছাত্র জনতার অভ্যুত্থানে নিহত সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করেন এবং বৈষম্য বিরোধী চেতনায় উদ্বুদ্ধ হয়ে সকল পুলিশ সদস্যদের কাজ করার নির্দেশ প্রদান করেন। নতুন বাংলাদেশের অভ্যুদয়ে তাদের অবিস্মরণীয় ভূমিকার জন্য তাদের প্রতি তিনি কৃতজ্ঞতা ও ধন্যবাদ প্রকাশ করেন। ডিআইজি বৈষম্য বিরোধী চেতনায় উদ্বুদ্ধ হয়ে ছাত্র জনতার রক্তের বিনিময়ে অর্জিত এই নতুন বাংলাদেশ বিনির্মাণে বাংলাদেশ পুলিশ কার্যকর ভূমিকা রাখবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন। তাই পুলিশ সদস্যকে ন্যায় নিষ্ঠা ও আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করতে নির্দেশ প্রদান করেন।
উপস্থিত পুলিশ সদস্যগণ নবাগত রেঞ্জ ডিআইজির অনুপ্রেরণামূলক বক্তব্যে নবচেতনায় বলিয়ান হয়ে কাজে মনোনিবেশ করার অঙ্গীকার ব্যক্ত করেন। এর আগে ডিআইজি সকলের সাথে কুশল বিনিময় ও পরিচয় পর্বে অংশগ্রহণ করেন।
নবান্ন টিভি / সুমন ইসলাম
Related