1. aoroni@nobanno.com : AORONI AKTER : AORONI AKTER
  2. aporna@gmail.com : Aporna Halder : Aporna Halder
  3. admin@hostitbd.xyz : hostitbd :
  4. admin@nobannotv.com : NobannoTV : admin Nobannotv
শিক্ষার্থীদের পড়াশোনার মান উন্নয়নে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত — Nobanno TV
রবিবার, ১৩ জুলাই ২০২৫, ০২:২৯ পূর্বাহ্ন

শিক্ষার্থীদের পড়াশোনার মান উন্নয়নে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

রিপোর্টারের নাম
  • আপডেট সময় : সোমবার, ৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ৭৬ বার পঠিত
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার মেরীর হাটে দা হলি কুরআন একাডেমির সম্মেলন কক্ষে ম্যানেজিং কমিটি ও শিক্ষাকদের আয়োজনে এ অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
৯ সেপ্টেম্বর সোমবার সকাল দশটায় দা হলি কুরআন একাডেমির অভিভাবক সমাবেশে বক্তব্য রাখেন সার্জেন্ট মোঃ মাসুদ রেজা (আঃ) পরিচালক দা হলি কুরআন একাডেমি, মোঃ মামুনুর রশিদ ত্বত্তাবধায় দা হলি কুরআন একাডেমি ও অভিভাবক সাকিল আহমেদ।
অভিভাবক সমাবেশে বক্তারা বলেন, ছাত্র-ছাত্রীদের লেখাপড়ার মানোন্নয়নে শুরু শিক্ষকদের ওপর নির্ভরশীল হলেই চলবে না আপনাদেরকেও ছেলে মেয়েদের লেখাপড়ার ওপর অধিক যত্নশীল হতে হবে। কেননা একজন অভিভাবক তার সন্তানকে শিক্ষিত করতে সবচেয়ে বেশি ভুমিকা পালন করে থাকে। অভিভাবক সমাবেশের আলোচনা সভায় সবার সুচিন্তিত মতামত ও পরামর্শ মোতাবেক দা হলি কুরআন একাডেমির লেখাপড়ার মান বৃদ্ধি করতে বিভিন্ন ধরনের উদ্যোগ গ্ৰহণ করা হয়।
মাসিক অভিভাবক সমাবেশে উক্ত একাডেমির ছাত্র ছাত্রীদের নিয়ে ইসলামিক গজল, হাম ও নাতের  প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এরই ধারাবাহিকতায়, নেহা, তাওছিন, আয়েশা, জান্নাতুল ইম্মা, মাছুমা ও দিশা প্রতিযোগিতায় অংশ গ্ৰহণ করে। পরে তাদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।
নবান্ন টিভি / কাজী নজরুল ইসলাম

সংবাদটি শেয়ার করুন

এই রকম আরো কিছু জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2023 nobannotv.com
Design & Development By Hostitbd.Com