1. aoroni@nobanno.com : AORONI AKTER : AORONI AKTER
  2. aporna@gmail.com : Aporna Halder : Aporna Halder
  3. admin@hostitbd.xyz : hostitbd :
  4. admin@nobannotv.com : NobannoTV : admin Nobannotv
শামুক–ঝিনুক বিক্রি করে কক্সবাজার সাগরপাড়ে শিশুদের জীবনসংগ্রাম — Nobanno TV
শনিবার, ১২ জুলাই ২০২৫, ১০:০৯ অপরাহ্ন

শামুক–ঝিনুক বিক্রি করে কক্সবাজার সাগরপাড়ে শিশুদের জীবনসংগ্রাম

রিপোর্টারের নাম
  • আপডেট সময় : শুক্রবার, ২০ ডিসেম্বর, ২০২৪
  • ৫৮ বার পঠিত

পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত দেখতে এখানে সারা বছর দেশি–বিদেশি পর্যটকের ভিড় লেগেই থাকে। ছবির মত সুন্দর শহর এই কক্সবাজার। এই শহরের অন্যতম হৃদয়স্পর্শী দৃশ্য সাগরপাড়ের শিশুদের জীবনসংগ্রাম। সাগরপাড়ে এদের কেউ শামুক–ঝিনুক বিক্রি করে, কেউবা পর্যটকদের ঘোড়ায় চড়িয়ে আনন্দ দেয়।

এরকমই একজন সোহেল। সে শুকনো তারা মাছের শো–পিস বিক্রি করে। কোন নিষ্ঠুর মানুষ তার বাবাকে কৌশলে বিষপান করিয়ে মৃত্যুর দুয়ারে ঠেলে দিয়েছে। মা অসুস্থ। তিন ভাই–তিন বোনের মধ্যে সোহেল বড়।অন্য ভাই–বোনেরা কেউ কিছুই করে না।বলা জায় তার রোজগারেই কোনমতে চলে সংসার। স্কুলে যেতে ইচ্ছে করে কী না জানতে চাইলে সোহেল বলেন – ভাইয়া আমি ইশকুলে গেলে তো ভাত জুটব না।সবাইরে না খায়ে থাকা লাগব। তাই যাই না।
কক্সবাজার সমুদ্র সৈকতে বিকেল বেলায় ঘোড়া নিয়ে বের হয় আরেক শিশু আরমান । ঘুরতে আসা পর্যটকদের ঘোড়ায় চড়ার সুযোগ করে দেয় সে। তার বাবা ছোটখাট ব্যবসা করে। আরমান সপ্তম শ্রেণীতে পড়ে। স্কুল শেষে ঘোড়া নিয়ে সৈকতে আসে। বড় হয়ে একজন ভাল মানুষ হতে চায় সে ।

লাবণী বিচ মার্কেটের ছোট্ট একটি দোকানের কর্মচারী রহিম। অভাবের সংসারে দু পয়সা যোগাতে অধ্যয়নরত অবস্থায় স্কুল ছেড়েছে রহিম ।এইত গত বছর পঞ্চম শ্রেণীতে পড়ত সে ।ছাত্র হিসাবেও ছিল মেধাবী ।কিন্তু বাবা মারা যাওয়ায় প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা আর দেয়া হয়নি তার। রহিম জানায়, সুযোগ পেলে সে আবার পড়াশুনা করবে।
আমাদের দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে–ছিটিয়ে রয়েছে সোহেল, আরমান ও রহিম এর মত অসংখ্য শিশু। অভাব–অনটনের কারণে শৈশবের আনন্দ বিসর্জন দিয়ে জীবন সংগ্রাম করছে তারা। সঠিক পথ নির্দেশনা পেলে তারা এ দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। বেড়ে উঠতে পারে আদর্শ মানুষ হিসেবে। সমাজের হৃদয়বান মানুষদের উচিত এদের সাহায্যে এগিয়ে আসা। কারণ, ওরাও এ দেশের সন্তান, বাংলাদেশের ভবিষ্যত।

নবান্ন টিভি/ বিপ্লব তালুকদার

সংবাদটি শেয়ার করুন

এই রকম আরো কিছু জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2023 nobannotv.com
Design & Development By Hostitbd.Com